বাংলার খবর
করোনা কালে সারাদেশে আত্মহত্যা অনেকটাই বেড়েছে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : প্রদীপের তলায় অন্ধকার বোধহয় একেই বলে। সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন শিল্প, পরিকাঠামো উন্নয়ন, জনকল্যাণ, প্রতিরক্ষায় কংগ্রেসি জমানার ভুল শুধরে দেশ এগিয়ে চলেছে। গরিবরা সব লাখপতি বলে সেই ভাষণে প্রধানমন্ত্রী মন্তব্য করার ৪৮ ঘণ্টার মধ্যেই বেকারত্ব ও ঋণের চাপে আত্মহত্যার সরকারি পরিসংখ্যান নাড়িয়ে দিয়েছে দেশকে।
রাজ্যসভায় বুধবার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে কাজ হারিয়ে বা ঋণ শোধ করতে না পেরে ভারতে আত্মহত্যা করেছেন ২৫ হাজারের বেশি মানুষ। আত্মহত্যা সবচেয়ে বেশি ঘটেছে ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পেশ করা তথ্য অনুযায়ী, গত ৩ বছরে বেকারত্বের কারণে আত্মহত্যা করেছেন ৯ হাজার ১৪০ জন। ধার-দেনায় দেউলিয়া হয়ে অথবা ঋণ শোধ করতে না পেরে অবসাদে মৃত্যুকে বেছে নিয়েছেন আরও ১৬ হাজার ৯১ জন। ২০২০ সালে লকডাউনের বছরে বেকারত্বের জ্বালা সইতে না পেরে আত্মঘাতী হয়েছেন ৩ হাজার ৫৪৮ জন।