মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এবার জার্মানিতে, দেড় বছরের শিশুকে কেড়ে নিলেন জার্মানি সরকার
Connect with us

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে এবার জার্মানিতে, দেড় বছরের শিশুকে কেড়ে নিলেন জার্মানি সরকার

পুরোনাম :

ডাক নাম :

জন্ম তারিখ :

জাতীয়তা :

পেশা :

পেশা :

কর্মজীবন :

রাজনৈতিক দল :

দাম্পত্য সঙ্গী :

সন্তান :

শিক্ষা :

5/5 - (1 vote)

বেঙ্গল এক্সপ্রেস: সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবি। আশা করি আপনারা সবাই এই নামটি শুনেছেন। নড়াইল সরকারের বিরুদ্ধে জোর করে সে দেশে বসবাসকারী ভারতীয় দম্পতির শিশু সন্তানকে হেফাজতের নেওয়ার অভিযোগ ঘিরে কয়েক বছর আগে এক বড়সড় বিতর্ক বেধেছিল। সেই ঘটনারই বায়োগ্রাফিই তৈরি হয়েছিল যার মধ্যে নায়িকা ছিল রানী মুখার্জি।

 

আবারো ওই একই রকম ঘটনা ঘটলো জার্মানির বিরুদ্ধে। শোনা গিয়েছে যে, জার্মানের শিশু সুরক্ষা কমিশন জোর করে এক ভারতীয় দম্পতির কন্যা সন্তানকে কেড়ে নিয়েছে। আর এই বিষয় নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এক নাথ শিন্ডে অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রীর জনসংকরের সাহায্য দাবী করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

Advertisement

আরও পড়ুন- জেনে রাখুন (03.06.2023) আজকের ১০টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্নের উত্তর

জার্মানের শিশু সুরক্ষা কমিশনের অভিযোগ ছিল যে, ভারতীয় ওই দম্পতি তাদের শিশুসন্তানকে পরিচর্যা অবহেলা করছেন। সন্তানকে কে নয় তিন বছরে শিশুকন্যাকে জার্মানিতে রেখে বৃহস্পতিবার মুম্বাই ফিরে আসেন ওই দম্পতি। গত দেড় বছর ধরে ওই দম্পত্তির কন্যা আহিরাকে হেফাজতে রাখা হয়েছে। ওই দম্পতি আরো জানান যে, অনেকবার জার্মানি সরকারি দপ্তর গুলিতে আবেদন জানিয়েছেন কিন্তু কোন ফল মেলেনি।

Advertisement

জীবন ও শিক্ষা :

অভিনীত চলচ্চিত্র :

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.