রাজনীতি
অখিলেশ যাদবের আমন্ত্রণে বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতে উত্তরপ্রদেশ গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতে সোমবার বিকালে দু’দিনের সফরে উত্তর প্রদেশ গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল সাড়ে চারটের বিমানে তিনি লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেন।
মঙ্গলবার সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে যৌথ সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। সোমবার রবীন্দ্রসদনে রাজ্য সরকার আয়োজিত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকে সরাসরি বিমানবন্দরে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘সমাজবাদী পাটির জন্য প্রচারে যাচ্ছি। অখিলেশ আমন্ত্রণ জানিয়েছে। কিরণময় নন্দ এসেছিলেন। অখিলেশের সঙ্গে থাকা উচিত। আমি প্রার্থী দিইনি। কিন্তু আমি চাই সপা জিতুক। কারও ভোট কেটে লাভ নেই। সাংগঠনিক ব্যবস্থা অখিলেশদেরই। অখিলেশ যাদব উত্তর প্রদেশে যে লড়াই চালাচ্ছেন, সেই লড়াইয়ে সকলের সঙ্গ দেওয়া উচিত। আমি চাই বিজেপি হারুক। উত্তর প্রদেশকে আগামীর দিশা দেখানোর জন্য সমাজবাদী পার্টি জিতুক। সেই জন্যই আমি সেখানকার বিধানসভায় একটি আসনেও প্রার্থী দিইনি।
কিন্তু তারপরেও আমি যাচ্ছি, অখিলেশকে নৈতিক সমর্থন দেওয়ার জন্য।’ গত ১৮ জানুয়ারি অখিলেশের দূত হিসেবে কালীঘাটে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার পর কিরণময় নন্দ জানিয়েছিলেন, ৮ ফেব্রুয়ারি লখনউয়ে এসপি-র দফতরে মমতা-অখিলেশ যৌথ ভাবে ভার্চুয়াল সভা এবং সাংবাদিক বৈঠক করবেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতেও একই ভাবে সাংবাদিক বৈঠক এবং ভার্চুয়াল সভা করার কথা মমতা-অখিলেশের। এরপরই উত্তরপ্রদেশের নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের জুট না হওয়ায় হতাশা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘একসঙ্গে লড়লে তো ভালোই হত। যখন কিছু পাওয়া যাবে না, তখন অন্য কারও ভোট কেটে তো কিছু লাভ নেই। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু শোনেনি। তারপরও অখিলেশ যাদব দারুণ লড়াই করছেন। তিনি আগে সেখানকার মুখ্যমন্ত্রীও ছিলেন। যদি সব গোষ্ঠী তাদের সঙ্গ দেয়, সব মানুষ তাদের সঙ্গে দাঁড়ায়, তাহলে তাদের জেতার সুযোগ আরও বেশি।’