রাজনীতি
Gujarat Vote : কাকে ভোট দিলেন ? প্রধানমন্ত্রী মোদীর স্ত্রী যশোদা বেন
কাকে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী ? গুজরাত ভোটের অন্যান্য সংবাদের সাথে আজকের দিনে এই খবরটিও রীতিমত ভাইরাল হয়েছে ইন্টারনেটে।

ডিজিটাল ডেস্ক – কাকে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী ? গুজরাত ভোটের অন্যান্য সংবাদের সাথে আজকের দিনে এই খবরটিও রীতিমত ভাইরাল হয়েছে ইন্টারনেটে। আজ দ্বিতীয় দফার ভোট (Gujarat Vote) ছিল গুজরাট বিধানসভা নির্বাচনের আর প্রতিবারের ন্যায় এবারও ভোট দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ত্রী যশোদা বেন (Jashodaben Modi) ।
সূত্রের খবর, যশোদা বেন এখন তার দাদা অশোক -এর বাড়িতে থাকেন । আজ বেলা ১২:৩০ নাগাদ রঘুভাই সভাভাই পরমার প্রাথমিক বিদ্যালয় ভোট দিতে চান প্রধানমন্ত্রীর স্ত্রী।
খাতা কলমে প্রধানমন্ত্রীর স্ত্রী হিসাবে যশোদা বেনের (Jashodaben Modi) নাম পেলেও আদতে মোদির সঙ্গে কোন যোগাযোগ নেই। প্রধানমন্ত্রীর স্ত্রীকে নিয়ে জোরদার খবর হলেও এটাই বাস্তব যে প্রধানমন্ত্রী সংসার ধর্ম করেননি। অল্প বয়সে বিবাহ করলেও অল্প কিছুদিনের মধ্যেই তিনি সংঘের প্রচারক হিসেবে বাড়ি থেকে বেরিয়ে যান।
সূত্রের খবর, যখন যশোদা বেন কে সংবাদ মাধ্যম থেকে জিজ্ঞাসা করলে, “এবার কাকে ভোট দিলেন ?” সেই আগের মতই, হেসে ইশারায় উত্তর দিলেন এবং হাতে ভোট দেওয়ার চিহ্ন দেখিয়ে বাড়ির পথে রওনা দেন। তার ভাইপো সংবাদ মাধ্যমকে জানান পিসি বাড়ি থেকে তেমন বের হন না সকালে ঘুম থেকে উঠে পূজা অর্চনা করেন এবং সারাদিন ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা প্রার্থনা করেন ।
উল্লেখ্য, আজকের ভোটদান পর্বে হুইলচেয়ারে করে ভোট দিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদী । সকাল সকাল সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরোও পড়ুন – তৃণমূলের নজরে এখন মতুয়া ভোটব্যাঙ্ক, রাণাঘাটে সভা করবেন অভিষেক