হিন্দু ভোট ভাগাভাগির অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ নরেন্দ্র মোদির! কমিশনকে দৃষ্টিপাত করার আর্জি
Connect with us

দেশের খবর

হিন্দু ভোট ভাগাভাগির অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ নরেন্দ্র মোদির! কমিশনকে দৃষ্টিপাত করার আর্জি

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার রাজ্যের চার পুরনিগমে যখন সবুজ ঝড় উঠেছে তখন উত্তর প্রদেশের কানপুরের দেহাতে নির্বাচনী জনসভা থেকে গোয়ায় তৃণমূলের বিরুদ্ধে হিন্দু ভোট ভাগ করার অভিযোগ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং এ ব্যাপারে নির্বাচন কমিশনকেও দৃষ্টিপাত করার পরামর্শ দিলেন।

সম্প্রতি তৃণমূল সাংসদ তথা গোয়ায় দলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী মহুয়া মৈত্র বলেছেন, ‘জোটসঙ্গী সুধীন ধাবলীকরের নেতৃত্বাধীন মহারাষ্ট্রবাদী গোমন্তপার্টি গোয়ার উপূকল এলাকায় হিন্দুদের একজোট হওয়া আটকে দেবে। উত্তর গোয়ায় ১৩-১৪টি আসনে লড়াই হবে সরাসরি বিজেপি-র সঙ্গে। এই আসনগুলোতে কেউ কংগ্রেসকে ভোট দেবে না।’ সোমবার নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে এই প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ করে নরেন্দ্র মোদি বলেছেন, ‘হিন্দু ভোট ভাগাভাগি করার কথা সরাসরি স্বীকার করে নিয়েছে তৃণমূল।

নির্বাচন কমিশনের এই দিকে দৃষ্টিপাত করা উচিত।’ শুধু নরেন্দ্র মোদির নন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্বাচনী হিংসা নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেছেন, ‘উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। সোমবার দ্বিতীয় দফার ভোট হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের মতো উত্তরপ্রদেশের নির্বাচনে কোনও অশান্তি হয়নি।’

Advertisement