মহা সঙ্কটে উদ্ধব সরকার, ৩ মন্ত্রী সহ ৩৪ বিধায়ককে নিয়ে মোদির রাজ্যে একনাথ শিন্ডে
Connect with us

দেশের খবর

মহা সঙ্কটে উদ্ধব সরকার, ৩ মন্ত্রী সহ ৩৪ বিধায়ককে নিয়ে মোদির রাজ্যে একনাথ শিন্ডে

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মধ্যপ্রদেশ, কর্ণাটক, রাজস্থানের পর কী এবার মহারাষ্ট্র! বিপাকে উদ্ধব সরকার। এমএলসি ভোটের হারের কয়েক ঘণ্টার মধ্যে ৩ মন্ত্রী সহ ৩৪ জন বিধায়ককে নিয়ে গুজরাটের সুরাটের এক পাঁচতারা হোটেলে উড়ে গিয়েছেন শিবসেনা দলেরই মন্ত্রী একনাথ শিন্ডে।

শিবসেনা দলের ক্যাবিনেট মন্ত্রী একনাথ শিন্ডে গুজরাট যেতেই জোর জল্পনা শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে। তাহলে কি ভাঙনের মুখে শিবসেনা সরকার। যদিও সে প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি।  সরকার ফেলার ষড়যন্ত্র চলছে। শিন্ডে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন শরদ পাওয়ার। কিন্তু কে এই শিন্ডে?

জানা গিয়েছে, একনাথ শিন্ডে হলেন উদ্ধব ঠাকরে সরকার ক্যাবিনেটের গ্রাম ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী। তিনি মোট ৪ বার মহারাষ্ট্র বিধানসভায় ভোটে নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে শিবসেনা এবং বিজেপি বাদ পড়ার পর তাকে বিরোধী দলের নেতা হিসেবে মনোনীত করা হয়েছিল।

Advertisement

শুধু তাই নয়, মহা বিকাশ আঘাদি সরকার গঠিত হলে, শিন্ডে নগরোন্নয়ন ও গণপূর্ত এর ক্যাবিনেট মন্ত্রী হন। বর্তমানে তিনি নগরবিষয়ক মন্ত্রী।

তিনি সম্প্রতি মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরের সঙ্গে অযোধ্যা সফরে গিয়েছিলেন। সেনা এমভিএ সরকারকে পতনের জন্য বিজেপিকে দায়ী করেছে। যেমন মধ্যপ্রদেশে করা হয়েছিল।

আরও পড়ুন: BJP-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন কারা? তালিকায় রয়েছে দুই রাজ্যপালের নাম

Advertisement

উল্লেখ্য, বিধান পরিষদ নির্বাচনে পাঁচটি আসনে জয় পেয়েছে বিজেপি। শিবসেনা ও এনসিপি দু’টি করে আসনে জিতেছে। এই নির্বাচনে পাঁচ প্রার্থীকে দাঁড় করিয়েছিল পদ্ম শিবির। অন্য দিকে, ১০টি বিধান পরিষদ আসনের জন্য মহারাষ্ট্র বিকাশ আগাড়ির ছ’জন প্রার্থী লড়েছিলেন।

আরও পড়ুন: ১ জুলাই থেকে Debit-Credit Card ব্যবহারের নিয়মে বড় বদল আনছে RBI

জয় লাভের পর বিজেপির প্রবীণ দারেকর বলেন, ”আমরা খুবই খুশি। বিজেপির উপর আস্থা রেখেছে মহারাষ্ট্র। ১০০ শতাংশ নিশ্চিত যে শিবসেনা ও কংগ্রেসের মধ্যে ক্রস ভোটিং হয়েছিল। না হলে আমরা এত সংখ্যক ভোট পেতাম না।”

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.