লাদাখ সীমান্তে চিনা এয়ার ক্রাফট, কড়া বার্তা ভারতের
Connect with us

দেশের খবর

লাদাখ সীমান্তে চিনা এয়ার ক্রাফট, কড়া বার্তা ভারতের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এস.জয়শঙ্করের সঙ্গে চিনা বিদেশমন্ত্রী ওয়াং-ই’র সাক্ষাৎ এর কয়েক ঘণ্টার মধ্যেই ফের লাদাখ সীমান্তে উত্তেজনার খবর। দু’বছর কেটে গেলেও এখনও মেটেনি লাদাখ-চিন নিয়ে দ্বন্ধ।

জানা গিয়েছে, লাদাখ সীমান্তে চিনা এয়ার ক্রাফট দেখা গিয়েছে। যা নিয়ে শুরু নতুন করে বিতর্ক। গত জুন মাসের শেষদিকে ঘটলেও এই ঘটনার কথা শুক্রবার প্রকাশ্যে আসে। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে ঘটনাটি ঘটেছে। আর যা নিয়ে ফের নতুন করে তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, একটি চিনা যুদ্ধবিমান (Chinese Aircraft) সীমান্তের খুব কাছে চলে আসে। তবে ভারতীয় বায়ুসেনার তৎপরতার সঙ্গে সেই বিমানকে সীমান্ত অতিক্রম করেত বাধা দেয়। কয়েক মাস পর ফের চিনের তরফে ভারতের আকাশসীমায় অনুপ্রবেশের চেষ্টা করা হল বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: Big Breaking: নূপুর কাণ্ডের জের, ভারতের ২ হাজার ওয়েবসাইট হ্যাক!

জানা গিয়েছে, সেসময় পূর্ব লাদাখে সীমান্তের (LAC) খুব কাছে একটি মহড়ার আয়োজন করা হয় চিনা বিমানবাহিনীর তরফে। সেখানে চিনের তরফে আকাশপথে নিরাপত্তার বিভিন্ন অস্ত্র প্রদর্শন করা হয়। তারমধ্যেই একটি বিমান হঠাৎ করে সীমান্তের খুব কাছে চলে আসে।

আরও পড়ুন: জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ স্কুল সহপাঠীদের বিরুদ্ধে, গ্রেফতার ৩ ছাত্র

Advertisement

রেডারে চিনা বিমানের (Chinese Aircraft) উপস্থিতি নজরে আসতেই তৎপর হয় ভারত। চিনের (China) তরফে সম্ভাব্য হামলা এড়াতে আকাশপথে নজর রাখতে শুরু করে ভারতীয় বায়ু সেনা (Indian Air Force)। পূর্ব লাদাখে (Ladakh) ভারতের দখলে থাকা অংশে চিনের অনুপ্রবেশের চেষ্টা অবশ্য নতুন নয়। যদিও এবার কোনওরকম বেচালের সুযোগ পায়নি ওই চিনা বিমান।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.