দেশের খবর
জন্মদিনের পার্টিতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ স্কুল সহপাঠীদের বিরুদ্ধে, গ্রেফতার ৩ ছাত্র

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল তারই তিন সহপাঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুড্ডালোরে। অভিযুক্ত তিন স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এবং তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ১৫ বছর বয়সী নির্যাতিতা ওই ছাত্রী এক সরকারি কো-এডুকেশন স্কুলে পড়ে।
ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিল ওই নির্যাতিতা ছাত্রীও। সেই জন্মদিনের পার্টিতে উপস্থিত দশম শ্রেণীর এক ছাত্র তাকে কিছু বিষয়ে আলোচনা করার জন্য পাশের একটি ঘরে ডেকে নিয়ে যায়।
নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, হঠাৎ করেই ওই ছাত্র তার দুই বন্ধুকে ঘরের ভিতরে ডেকে দরজা বন্ধ করে দেয়। তারপর তিন বন্ধু মিলে ১৫ বছর বয়সী ওই ছাত্রীকে ধর্ষণ করে এবং পুরো ঘটনার ভিডিও করে বলে অভিযোগ। এবং ভিডিওটি স্কুলের সমস্ত বর্তমান এবং প্রাক্তন ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।
ওই ছাত্রী পরে স্কুলে যেতে অস্বীকার করলে ঘটনাটি জানা যায়। নির্যাতিতার মা স্কুলে না যেতে চাওয়ার কারণ জানতে চাইলে, মেয়েটি সমস্ত ঘটনা জানায়। মেয়ের মুখ থেকে সব কথা শুনে সঙ্গে সঙ্গেই নির্যাতিতার মা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। স্থানীয় পুলিশ সুপারও নির্যাতিতা ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করেন এবং সমস্ত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেন। তারপরই অভিযুক্ত তিন ছাত্রকে পকসো আইনে হেফাজতে নেয় পুলিশ।