আন্তর্জাতিক
অবাধ যৌনতায় ছাড় মাদক সেবনকারী পর্যটকদের প্রবেশে ‘না’, আমস্টারডামে নয়া ফতোয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘আমস্টারডাম’ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সুন্দর ছবির মতো একটা শহর। পাহাড়, নদী, খাল এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমস্টারডামের রয়েছে আরও একটি বিশেষত্ব। যার জন্য প্রতিবছর বিশ্বের নানা প্রান্তের বহু পর্যটক এখানে ঘুরতে আসেন।
কী রয়েছে আমস্টারডামে? প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এই আমস্টারডামে পতিতাবৃত্তি বৈধ। যার জন্য বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের আকর্ষণ করে নেদারল্যান্ডসের রাজধানী এই আমস্টারডাম শহর। অবাধ যৌনতার জন্য আমস্টারডামের রেড লাইট এলাকা বিশ্বের সবচেয়ে বিখ্যাত এলাকা।
আরও পড়ুন: জ্বালানির ঘাটতি, দফায় দফায় লোডশেডিং-র সিদ্ধান্ত সরকারের
যেখানে অন্যান্য দেশের মানুষ গোপনে রেড লাইট এলাকায় যায়। তাই এখানে আমস্টারডামে যারা আসেন তারা অবাধে ঘুরে বেড়ান। এখানে পর্যটনের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ বলা হয়। শুধু তাই নয়, আমস্টারডামের অর্থনীতির একটা বড় উৎসই হল এই পতিতাবৃত্তির পেশা।
অন্যদিকে, আমস্টারডামে আগত পর্যটকদের অবাধ যৌনতা নিয়ে বিরোধীরা মুখ খুললেও, তাঁদের যাবতীয় অভিযোগকে উড়িয়ে দিয়ে এখানকার মেয়র ফেমকে হালসেমা জোর দিয়ে জানান যে, ”তিনি পর্যটকদের ভালবাসেন এবং যারা তাঁদের শহরের সৌন্দর্য, জাদুঘর বা রাতের সংস্কৃতির জন্য আসেন তাদের স্বাগত জানান। তিনি এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের যে সমস্যাটি রয়েছে তা হল, পর্যটকরা এখানে এসে অবাধে যৌনকাজ করলেও তাঁরা অতিরিক্ত মাদক সেবন করেন। যার বিরোধিতা করেছেন স্বয়ং মেয়র নিজেও।
আরও পড়ুন: ব্যাঙ্ক বিক্ষোভ দমন করতে তিন দশক পর চিনের রাজপথে নামল ট্যাঙ্ক
তিনি আরও বলেন, ”আমরা যাদের স্বাগত জানাই না তারা হল নৈতিকতা বিসর্জন দিয়ে আসা লোকেদের। তারা এমন আচরণ প্রকাশ করে যা তারা বাড়িতে প্রকাশ করতে পারে না। এখানে আসা লোকজন তাদের নৈতিকতা হারানো আমাদের জন্য একটি সমস্যা”। পর্যটন নেদারল্যান্ডের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ স্বীকার করে হালসেমা বলেন, ”ডাচ রাজধানীতে পর্যটক ও প্রবাসীদের ক্রমবর্ধমান আগমন জিনিসগুলিকে আরও ব্যয়বহুল করে তুলছে এবং জীবনযাত্রার খরচ বাড়িয়ে দিচ্ছে”।