আন্তর্জাতিক
লস অ্যাঞ্জেলসে বন্দুকবাজের হামলা, নিহত ২

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিছুতেই কমছে না মার্কিনমুলুকে বন্দুকবাজদের দৌরাত্ম্য। আমেরিকায় ফের শ্যুটআউটের ঘটনায় প্রাণ হারালেন ২জন নিরীহ সাধারণ নাগরিক। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আমেরিকার লস অ্যাঞ্জেলসের একটি পার্কে।
মার্কিন পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের একটি পার্কে দু’টি দলের মধ্যে বন্দুক নিয়ে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় দুইজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। রবিবার বিকাল ৪টে নাগাদ (স্থানীয় সময়) একটি গাড়ির শো চলাকালীন সান পেড্রোর পেক পার্কের ভেতরে গুলি চালানো হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: কাতারে ২৯ কুকুরকে নির্মমভাবে গুলি করে হত্যা! সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়
আরও জানা গিয়েছে, এই বিষয়ে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের ক্যাপ্টেন কেলি মুনিজ বলেন, ”প্রাথমিক তদন্তে অনুমান যে, পেক পার্কে দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে গুলির লড়াই শুরু হয়েছিল। শুধু তাই নয়, এই ঘটনায় উপযুক্ত প্রমাণ সংগ্রহের জন্য পার্কের ভিতর তল্লাশি শুরু করেছে পুলিশ”।
আরও পড়ুন: মক্কায় ছবি তুলে বিপাকে ইজরায়েলি সাংবাদিক, সৌদি আদালতে মামলা
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট এক সতর্কবার্তায় বলেছে, পার্কের ভিতরে গুলি চালানোর ঘটনায় চারজন পুরুষ ও তিনজন মহিলাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাতজন আহত ব্যক্তির মধ্যে দুজন চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় পথেই প্রাণ হারান। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় এখনও কোনও আততায়ীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে লস অ্যাঞ্জেলস পুলিশ।