ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন! নিজের মুখেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট
Connect with us

আন্তর্জাতিক

ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন! নিজের মুখেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মারণ রোগে আক্রান্ত তিনি। নিজেই সেই কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর এই ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা জানার পরেই গোটা বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জোর আলোচনা। কীভাবে মার্কিন প্রেসিডেন্ট ক্যান্সারে আক্রান্ত হলেন, তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে চুল চেড়া বিশ্লেষণ।

গত বুধবার ম্যাসাচুসেটসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ক্যান্সার আক্রান্ত হওয়ার কথা জানান জো বাইডেন। তারপরই গোটা মার্কিন মুলক জুড়ে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। তাই বাধ্য হয়েই গোটা বিষয়টির ব্যাখ্যা দিতে আসরে নেমেছে খোদ হোয়াইট হাউজ। মার্কিন প্রেসিডেন্টের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, জো বাইডেন ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। গত বছর জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তিনি ত্বকের ক্যান্সারের চিকিৎসা করিয়েছিলেন।

গত বুধবার ম্যাসাচুসেটসের এক কয়লাখনিতে গিয়ে তেল শোধনাগার থেকে যে বর্জ্য নিষ্কাশিত হয়, তাতে শরীরের যে ক্ষতি হয়, সেই বিষয়েই বক্তব্য রাখছিলেন বাইডেন। তখনই তিনি তাঁর ছোটবেলার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমি ছোটবেলায় ডেলাওয়ারের যে বাড়িতে থাকতাম, সেই এলাকায় প্রচুর তৈল শোধনাগার ছিল। সেখান থেকে প্রচুর বর্জ্য নিষ্কাশিত হত। সেই কারণে মা আমাদের বাইরে বেশি ঘোরাঘুরি করতে দিতেন না। ওই তৈল শোধনাগরগুলি থেকে নিষ্কাশিত বর্জ্যের পরিমাণ এতটাই বেশি ছিল যে গাড়ির কাচের উপর তা প্রায়ই জমে যেত। ওই এলাকার বাসিন্দাদের শরীরের উপরেও যা মারাত্মকভাবে প্রভাব ফেলত। তার জন্য আমি এবং আমার মতো যারা ওই এলাকায় বড় হয়েছে, তারা সকলেই ক্যান্সারে আক্রান্ত হয়েছি।’

Advertisement

মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। তারপরই দেশের নামিদামি সংবাদ মাধ্যম হোয়াইট হাউসে ভিড় জমায় মার্কিন প্রেসিডেন্টের মেডিক্যাল রিপোর্টের জন্য। সেই তালিকায় ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদ মাধ্যমও ছিল। গতিবিধি বেগতিক দেখে পরিস্থিতি সামাল দিতে অবশেষে আসরে নামে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন, জো বাইডেন ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।