দেশের খবর
Big Breaking: নূপুর কাণ্ডের জের, ভারতের ২ হাজার ওয়েবসাইট হ্যাক!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নূপুর শর্মা ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি। দেশের সীমানা ছাড়িয়ে বিতর্কের জল গড়িয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলেও। বিজেপির (BJP) প্রাক্তন জাতীয় মুখপাত্রের সমালোচনায় সরব বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে প্রকাশ্যে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য।
নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের পর মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মুসলিম হ্যাকাররা ভারতে সাইবার হানা শুরু করেছে। আহমেদাবাদ সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট জানিয়েছে, হ্যাকারদের দলগুলি ২ হাজারেরও বেশি ভারতীয় ওয়েব সাইট হ্যাক করেছে।
জানা গিয়েছে, মুসলিম ওই হ্যাকাররা নূপুর শর্মার বাড়ি এবং ব্যক্তিগত তথ্য অনলাইনের মাধ্যমে তাদের কাছে নিয়ে রেখেছে। তা ছাড়াও, অসমের একটি আঞ্চলিক চ্যানেলে রেসিড টেলিকাস্টের মধ্যেই পাকিস্তানের পতাকা দেখা গিয়েছে।
আরও পড়ুন: ‘নূপুর শর্মার শিরচ্ছেদ করলে বাড়ি দান করব’, ভাইরাল ভিডিয়োতে বিতর্ক
অভিযোগ, মহারাষ্ট্রের থানে পুলিশের ওয়েব সাইটও হ্যাক করেছে হ্যাকাররা। শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশ পুলিশের ব্যক্তিগত তথ্য হাতিয়েছে তারা। বিভিন্ন ব্যক্তিদের আধার কার্ড এবং প্যান কার্ডের তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। এই বিষয়টি অবগত করে আহমেদাবাদ সাইবার ক্রাইমের আধিকারিকরা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। চিঠির মধ্যে, আহমেদাবাদ সাইবার ক্রাইম প্রতিটি দলের জন্য ইন্টারপোলের লুকআউট নোটিশের উল্লেখ করেছে।
প্রসঙ্গত, নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল কলকাতার আমহার্স্ট স্ট্রিট এবং নারকেলডাঙ্গা থানা। কিন্তু, তিনি এখনও হাজিরা না দেওয়ায় এবার তাঁর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিশ জারি করল কলকাতার দুই থানা।
গত সোমবার কলকাতার দুই থানায় হাজিরা দেওয়ার কথা ছিল নূপুর শর্মার। কিন্তু জীবনের ঝুঁকি রয়েছে বলে জানিয়ে কলকাতা পুলিশের কাছ থেকে চার সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন বিজেপির প্রাক্তন মুখপাত্র। ইমেইল করে তিনি জানিয়ে ছিলেন এই কথা।
আরও পড়ুন: সময়সীমা শেষ, নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি কলকাতা পুলিশের
চার সপ্তাহ সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে পুলিশ। নূপুরের বিতর্কিত মন্তব্যের জেরে গোটা দেশে অশান্তি ছড়িয়ে পড়ে। তার আঁচ এসে পড়েছিল পশ্চিমবঙ্গেও। সাম্প্রদায়িক উস্কানি ও হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্রতেও একাধিক অভিযোগ দায়ের হয়