বগটুই হত্যাকাণ্ড: ক্ষতিপূরণ মামলায় রাজ্যের কাছে জবাবদিহি চাইল হাইকোর্ট
Connect with us

মহানগর

বগটুই হত্যাকাণ্ড: ক্ষতিপূরণ মামলায় রাজ্যের কাছে জবাবদিহি চাইল হাইকোর্ট

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় এবার আগামী দু-সপ্তাহের মধ্যে রাজ্যের হলফনামা তলব করল Calcutta High Court। আর্থিক সাহায্য এবং চাকরি দেওয়ার প্রক্রিয়া নিয়ে রাজ্যের জবাব তলব করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ। ২৬ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

চাকরি এবং আর্থিক সাহায্য দেওয়ার প্রক্রিয়া নিয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা। সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগে দায়ের হয় মামলা। সেই মামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। রামপুরহাট গণহত্যা নিয়ে ফের মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। সোমবার জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, নিয়ম না মেনেই রামপুরহাট গণহত্যায় ক্ষতিপূরণ দিয়েছেন রাজ্য সরকার।

আরও পড়ুন: মাওবাদী যোগ সন্দেহে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ

Advertisement

নিয়ম বহির্ভূতভাবেই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেক সদস্যকে চাকরি দেওয়া হয়েছে। এভাবে সাক্ষীদের প্রভাবিত করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হতেই আগামী দু’‌সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। 

আরও পড়ুন: BJP-এর জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু, অশোক দিন্দা

জানা গিয়েছে, এদিন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়। বিষয়টি নিয়ে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতকে জানান, রামপুরহাট হত্যাকাণ্ডের পরে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। কার সঙ্গে আলোচনা করে এই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? এই ঘটনায় মামলার সাক্ষীরা প্রভাবিত হতে পারেন। তখনই দুই বিচারপতির বেঞ্চ রাজ্যকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জবাব পেশ করতে নির্দেশ দেন। যারফলে ফের  রাজ্য–রাজনীতিতে বগটুই হত্যাকাণ্ড নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।

Advertisement