রাজনীতি
BJP-এর জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু, অশোক দিন্দা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার বিজেপির জেলা হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী। রবিবার রাতেই জেলা বিজেপির সাংগঠনিক গ্রুপ ত্যাগ করেছেন তিনি। তবে কি কারণে গ্রুপ ত্যাগ তা এখনও পর্যন্ত জানা যায়নি।
উল্লেখ্য, রবিবার বিজেপির সাংগঠনিক গ্রুপ ত্যাগ করেন ময়নার বিধায়ক অশোক দিন্দা। এর মাত্র কয়েক ঘন্টা পর দেখা গেল বিজেপির সাংগঠনিক গ্রুপ ত্যাগ করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে প্রকৃত কি কারণ গ্রুপ ছাড়ার পেছনে তা জানা যায়নি। শুভেন্দুর পাশাপাশি ওই গ্রুপ থেকে বেরিয়ে গেছেন নন্দীগ্রামের বিজেপির আরো এক যুব নেতা সাহেব দাস। যাকে কেন্দ্র করে কার্যত রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে বলা চলে।
আরও পড়ুন: বল খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ, জখম ৫ শিশু
বিজেপির গ্রুপ লেফটের রাজনীতি যেন লাগাতার লেগেই চলেছে। এবার বিজেপির সাংগঠনিক গ্রুপ থেকে লেফট করলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। গতকাল রাতে এই গ্রুপ থেকে লেফট হয়েছেন তিনি। তবে কি কারণে এই গ্রুপ লেফট তা এখনো জানা যায়নি।
আরও পড়ুন: ট্যাংরার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
উল্লেখ্য, রবিবার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে মন্ডল সভাপতিদের নাম ঘোষণা করা হয়। যেখানে একাধিক পুরনো মন্ডল সভাপতি বাদ গিয়েছে। জেলা সভাপতি ঘনিষ্ঠ মন্ডল সভাপতিদের প্রাধান্য দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে অশোক দিন্দার গ্রুপ লেফট বিশেষ তাৎপর্যপূর্ণ বলা চলে।