গরমে পুড়ছে বাংলা, আবহাওয়া নিয়ে বড় খবর দিল হাওয়া অফিস
Connect with us

বাংলার খবর

গরমে পুড়ছে বাংলা, আবহাওয়া নিয়ে বড় খবর দিল হাওয়া অফিস

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা গরমে নাজেহাল অবস্থা আমজনতার। বৈশাখের কাঠফাটা গরমে দেখা নেই কালবৈশাখীর। ঠিক কবে বৃষ্টিতে ভিজবে বাংলা সেই বিষয়ে এখনই কোনও সদুত্তর দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এখনও আরও ৪-৫ দিন তাপপ্রবাহের মতোন পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হলেও কলকাতা সহ দক্ষিণের জেলায় নেই এখন বৃষ্টির সম্ভাবনা। তাপপ্রবাহের জেরে বাড়বে অস্বস্তিকর গরম। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বহু জেলায় তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রির কাছাকাছি। যারফলে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে তাপপ্রবাহের পরিস্থিতি।

আরও পড়ুন: মাওবাদী যোগ সন্দেহে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ

Advertisement

এদিকে আবহাওয়ার এই খামখেয়ালিপনা দেখে জনগণের মনে এখন একটাই প্রশ্ন কবে বৃষ্টি হবে? যদিও এই প্রশ্নের জবাবের কোনও সদুত্তর দিতে পারেননি হাওয়া অফিসের অধিকর্তারা। তবে হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে যে, বাংলা সহ বিহার-ওড়িশা, ঝাড়খণ্ডের বায়ুর তাপমাত্রা আরও বাড়বে। বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে আরও বেশী গরম অনুভূত হবে বঙ্গে। তবে শুধু পশ্চিমবাংলাই নয় গরম বাড়বে উত্তর-পূর্ব ভারতেও। সেইসঙ্গে অনুভূত হবে অস্বস্তিকর ভ্যাপসা ভাব।

আরও পড়ুন: বল খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ, জখম ৫ শিশু

এদিকে সপ্তাহের প্রথম দিনে কলকাতার রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে: ৩৯° সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা : ২৭°সেলসিয়াস। আর্দ্রতার পরিমাণ: ৮৯%। বাতাস বইবে: ২১ কিমি/ঘন্টা। মেঘে ঢাকা অবস্থা: ৬৮%। রবিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া বুলেটিন অনুযায়ী, এদিন সকালের পর থেকেই জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। মেঘ কেটে রোদঝলমলে আকাশের সঙ্গে সঙ্গেই লাফিয়ে বাড়তে চলেছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুকনোই থাকবে দক্ষিণের জেলাগুলি। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৯° সেলসিয়াস এবং ২৭° সেলসিয়াস। তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণের জেলাগুলি।

Advertisement