মাওবাদী যোগ সন্দেহে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ
Connect with us

বাংলার খবর

মাওবাদী যোগ সন্দেহে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এবার বীরভূমের বোলপুর থেকে মাওবাদী যোগ সন্দেহে দুই যুবককে গ্রেফতার করল বাঁকুড়া জেলা পুলিশ। রবিবার মাওবাদী যোগ সন্দেহে বীরভূমের বোলপুর থেকে ওই দুই যুবককে গ্রেফতার করে বাঁকুড়ার বারিকুল থানার পুলিশ।

বিশেষ সূত্রে খবর পেয়ে রবিবার বোলপুরের দুটি পৃথক জায়গায় হানা দিয়ে টিপু সুলতান ওরফে মুস্তফা কামাল ও অর্কদীপ গোস্বামী নামের দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি ধৃত দুজনের কাছ থেকে মোট ৩১ টি মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়েছে ।

জানা গিয়েছে,  এর আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র টিপু সুলতানকে ২০১৬ সালে বেলপাহাড়ি ও ২০১৮ সালে গোয়ালতোড় থানার পুলিশ গ্রেফতার করেছিল । অপর ধৃত অর্কদীপ গোস্বামীকেও ২০১৮ সালে গ্রেফতার করেছিল গোয়ালতোড় থানার পুলিশ। চলতি বছর ২৭ জানুয়ারি বাঁকুড়ার বারিকুল থানা এলাকায় মাওবাদী পোস্টার দিতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে শিবু মুর্মু সহ আরও এক সন্দেহভাজন মাওবাদী। সেই ঘটনায় টিপু সুলতান ও অর্কদীপ গোস্বামী সরাসরি যুক্ত থাকার ইঙ্গিত পেয়েছে পুলিশ। ধৃত দুজনকে সোমবার খাতড়া মহকুমা আদালতে তোলা হবে।

Advertisement

আরও পড়ুন: মাথাচাড়া দিচ্ছে মাওবাদী আতঙ্ক, জঙ্গলমহলে জারি হাই অ্যালার্ট

উল্লেখ্য, নতুন করে মাও আতঙ্ক মাথাচাড়া দিতেই এর আগে ১৫ দিনের জন্য হাই অ্যালার্ট জারি করা হয় জঙ্গলমহলের মাওবাদী অধ্যুষিত সমস্ত থানা এলাকায়। আগামী ১৫ দিনের জন্য সমস্ত পুলিশের ছুটি বাতিল করা হয়। যারা ছুটিতে গিয়েছিলেন তাঁদের শুক্রবারই নিজেদের থানায় রিপোর্টিং করতে বলা হয়েছে।

আরও পড়ুন: মাওবাদী পোস্টার ঘিরে TMC-BJP তরজা বাঁকুড়ায়

Advertisement

পুলিশ সূত্রে খবর কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে পুলিশের কাছে রিপোর্ট এসেছে যে কোনও বড়ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে। আর তার জেরেই এই অ্যালার্ট নেস। গত ৮ এপ্রিল মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পড়েছিল জঙ্গল মহলে। তারপর থেকেই বিভিন্ন জায়গায় অপারেশন শুরু করে যৌথ বাহিনী। এই সতর্কবার্তার পর জঙ্গল মহলে তল্লাশি, নাকাচেকিং শুরু করেছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কিছু বলতে রাজি হয়নি।