অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কাঠগড়ায় যুবক
Connect with us

বাংলার খবর

অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, কাঠগড়ায় যুবক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবশেষে করণদিঘির অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ছাত্র ছাত্রীদের রাজ্য সরকারের দেওয়া স্কলারশিপের টাকা আত্মসাতের মূল চক্রি মাহাতাবুদ্দিনকে গ্রেফতার করল করণদিঘি থানার পুলিশ। ধৃত মাহাতাবুদ্দিনকে এদিন তার  বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। 

জানা গিয়েছে, করণদিঘির বাসিন্দা ধৃত মাহাতাবুদ্দিন তার নিজের নামে বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট বানিয়ে এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদের কাস্ট সার্টিফিকেট ব্যবহার করে তাদের স্কলারশিপের টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে। শুধু তিনি এই কাজে একাই নন বলেও অভিযোগ ছিল। অভিযোগ এই কাজের সঙ্গে জড়িত আছে তার তিন ভাই হায়াত আলী, হুমাউন কবির, সারজাহান আলী সহ একাধিক ব্যাক্তি।

আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ড: ক্ষতিপূরণ মামলায় রাজ্যের কাছে জবাবদিহি চাইল হাইকোর্ট

Advertisement

ওই ব্যক্তিদের বিরুদ্ধে ইতিমধ্যেই করণদিঘি থানার আইসি, বিডিওকে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন স্থানীয় কিছু মানুষ। ঘটনার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার উত্তর দিনাজপুরের জেলা শাসকের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা। তার পরেই জেলা প্রশাসন রবিবার  পুলিশের কাছে মাহাতাবুদ্দিন সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তার পরেই করণদিঘি থানার পুলিশ মাহাতাবুদ্দিনকে তার বাড়ি থেকেই গ্রেফতার করে।

আরও পড়ুন: মাওবাদী যোগ সন্দেহে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ

তার বিরুদ্ধে পুলিশ 420/406/468/471/120B IPC. ধারায় মামলা দায়ের করে তাকে জিঞ্জাসাবাদের জন্য ১৪ দিনের জন্য পুলিশি হেফাজত চেয়ে ইসলামপুর আদালতে পাঠায়। অন্যদিকে, মাহাতাবুদ্দিন নিজেকে ব্যবসায়ী বলে দাবি করে জানান, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফাঁসানো হয়েছে। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন। যদিও অভিযোগকারী রুস্তম আলীর দাবি, মাহাতাবুদ্দিনই স্কলারশিপের টাকা নয়ছয় কান্ডের মূল অভিযুক্ত। পুলিশের কাছে তাদের আবেদন, এই কান্ডে যুক্ত বাকিদেরও যেনও গ্রেফতার করা হয়। 

Advertisement