বাংলার খবর
Birbhum News: না ফেরার দেশে গরিবের ঈশ্বর, প্রয়াত ১টাকার চিকিৎসক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত ১ টাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।দীর্ঘ ৫৭ বছর মাত্র ১ টা ফি নিয়ে চিকিৎসার করে গিয়েছেন সাধারণ মানুষের। দীর্ঘদিন রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতীর কর্মসমিতির কমিটির সদস্য ছিলেন তিনি।
বোলপুরের হরগৌরীতলার বাসিন্দা সুশোভন বন্দ্যোপাধ্যায়। এলাকায় ‘এক টাকার চিকিৎসক’ হিসেবে জনপ্রিয় ছিলেন। নিজের বাড়ির চেম্বারেই রোগী দেখতেন। MBBS পাশ করে MFPA ও DCP (ক্লিনিকাল প্যাথলজিতে ডিপ্লোমা) করেছিলেন। দীর্ঘদিন ধরে বহু বিশিষ্ট ব্যক্তির চিকিৎসা করে এসেছিলেন সুশোভন বন্দ্যোপাধ্যায়। যাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
আরও পড়ুন: সুখবর, বাজারে মরশুমের সবচেয়ে সস্তা ইলিশ!
রাষ্ট্রপতি মনোনীত বিশ্বভারতী সর্বোচ্চ নীতিনির্ধারক কর্মসমিতির কমিটির সদস্য ছিলেন তিনি। প্রান্তিক মানুষকে মাত্র ১ টাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ২০২১ সালের ৮ নভেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর হাতে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেন।
আরও পড়ুন: ভারতীয় শিবিরে ফের করোনা থাবা, আক্রান্ত KL Rahul
বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই চিকিৎসক। শারীরিক অসুস্থতা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিন সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর প্রয়াণে শোকাহত বোলপুর-শান্তিনিকেতন। কারন এই এলাকার কয়েক হাজার মানুষের চিকিৎসা করেছেন, তাঁর হাত ধরে সুস্থ হয়েছেন হাজার হাজার মানুষ।
আরও পড়ুন: Pune Air Craft Crash: প্রশিক্ষণের মহড়া চলার সময় মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান
আরও পড়ুন: মোদির রাজ্যে বিষ মদ খেয়ে চার জনের মৃত্যু! আশঙ্কাজনক অনেকেই
আরও পড়ুন: Gujarat hooch Case: বিষমদে ২৮ জনের মৃত্যু, গ্রেফতার ১৪