বাংলার খবর
Bolpur News: শিক্ষকের মারে অজ্ঞান ছাত্র, প্রতিবাদে বিক্ষোভ স্কুলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শিক্ষকের বেধড়ক প্রহারে জ্ঞান হারায় ছাত্র। এই অভিযোগে শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ অভিবাবকদের। অসুস্থ ওই ছাত্রকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ আসে ঘটনাস্থলে। ঘটনাটি বোলপুরের নাহিনা উচ্চ বিদ্যালয়ের। বোলপুরের নাহিনা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র স্বস্তিক মাঝি। ইক্ষুধারা গ্রামে তার বাড়ি।
আরও পড়ুন: Uttar Dinajpur News: মারণ ব্যাধিতে আক্রান্ত খুদে, সাহায্যের আর্জি মা-বাবার
অভিযোগ, স্কুলে বিশৃঙ্খলা করার জন্য শিক্ষক পার্থ মাহাতো তাকে বেধড়ক মারধর করে। অভিযোগ, প্রহারে জ্ঞান হারায় ওই ছাত্র। দেড় ঘন্টা হয়ে গেলেও ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় অভিবাবকেরা। পরে অসুস্থ ছাত্রকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Mamata Banerjee: হিন্দমোটরের মঞ্চ থেকে কর্মসংস্থানের দিশা দিলেন মমতা
সেখানে শিক্ষকে আটকে রেখে চলে বিক্ষোভ। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ আসে হাসপাতালে। পুলিশের সামনেই চলে বিক্ষোভ। অসুস্থ ছাত্রের বাবা সুমন্ত মাঝি বলেন, “ছেলেকে বেধড়ক মেরেছে মাস্টারমশাই। দেড় ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পরেছিল৷ তাও হাসপাতালে নিয়ে যায়নি৷ ভুল করলে মাস্টারমশাই মারতে পারে, তাই বলে এভাবে মারবে।”