মহানগর
তাজ বেঙ্গল থেকে বের হল অর্জুন সিংয়ের কনভয়, তাহলে কি ক্যামাক স্ট্রিট যাচ্ছেন…

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ব্যারাকপুরের বিজেপি সাংসদ কি তাহলে যোগ দিচ্ছেন তৃণমূলে? রবিবার সকাল থেকেই সেই জল্পনা জিইয়ে রেখেছেন অর্জুন সিং। অর্জুন সিং-এর TMC-তে যোগ নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর তরজা।
এদিকে পূর্বকথা মতো এদিন দুপুরেই কলকাতা আসেন অর্জুন সিং। সেখানে এসে আলিপুরের অভিজাত হোটেল তাজ বেঙ্গলে ওঠেন। এদিকে বিকেল সাড়ে ৪’টে নাগাদ তাঁর কনভয় তাজ বেঙ্গল থেকে বেরিয়ে রওনা দেয় ময়দানের দিকে। তাহলে কী আজই তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ডার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ক্যামাক স্ট্রিটের অফিস থেকেই ফের তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি সাংসদ অর্জুন সিং(Arjun Singh)।
আরও পড়ুন: ঘরের ছেলে ঘরে ফিরে এলাম: অর্জুন সিং
সকাল থেকে তৈরি হওয়া সব জল্পনার অবসান! অবশেষে রবিবার বিকেলে তৃণমূলে যোগ দিলেন অর্জুন সিং। এদিন বিকেল সাড়ে ৪’টে নাগাদ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং-য়ের কনভয় তাজ বেঙ্গল থেকে বেরিয়ে সোজা এসে পৌঁছোয় ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে।
আরও পড়ুন: জোড়াফুলে প্রত্যাবর্তন অর্জুন সিংয়ের
এদিকে গত বেশ কিছুদিন ধরে বেসুরো হয়ে পড়েছিলেন অর্জুন সিং। প্রথমে পাটশিল্পের ভবিষ্যৎ নিয়ে সরাসরি কেন্দ্রকে আক্রমণ করেছিলেন তিনি। অর্জুন সিং যে তৃণমূলে যোগদান দিচ্ছেন সেই জল্পনা উস্কে শনিবার অর্জুন সিং-এর গড় ভাটপাড়ায় দেখা যায় তৃণমূলে অর্জুন সিং-কে স্বাগত জানানোর পোস্টার।