রাজনীতি
তৃণমূলের নজরে এখন মতুয়া ভোটব্যাঙ্ক, রাণাঘাটে সভা করবেন অভিষেক
নজরে পঞ্চায়েত ভোট আর এই ভোটের আগেই একের পর এক জায়গায় বড় রকম সভা করতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ডিজিটাল ডেস্ক : নজরে পঞ্চায়েত ভোট আর এই ভোটের আগেই একের পর এক জায়গায় বড় রকম সভা করতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুদিন আগেই শুভেন্দু অধিকারীর শহরে সভা করেছেন অভিষেক, এবার পরের সভা হবে বলে জানা যাচ্ছে নদীয়া জেলার রানাঘাটে (Ranaghat)।
লক্ষ্য পঞ্চায়েত ভোটে মতুয়াদের (Matua) সমর্থন এবার সেই সমর্থন টানতেই মাঠে নেমে পড়লেন অভিষেক। উল্লেখ্য গত একুশের বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে রানাঘাটে ব্যাপক জয় পেয়েছিল বিজেপি। যার মূল কারণই ছিল মতুয়াদের সমর্থন।
প্রসঙ্গত, মতুয়াদের প্রথম দাবিই ছিল তাদের নাগরিকত্ব। CA, NRC এই নাগরিকত্ব প্রদানের উপর আশ্বাস ভিত্তি করে ১৯ এর লোকসভা নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচনে রীতিমতো ভোট পেয়েছিল বিজেপি কিন্তু চলতি বছরের প্রথমে পৌরসভা নির্বাচনে একটি আসনেও বিজেপিকে দেখা যায়নি রানাঘাটে।
সূত্রের খবর, ২০২৪ এর লোকসভা নির্বাচনে মতুয়াদের ভোট কি এবারও বিজেপির ঝুলিতে যাবে ? নাকি পৌরসভা ভোটের মতো কোন আসনে জায়গা করে নিতে পারবে না বিজেপি। ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরোও পড়ুন – কাটমানি এবার বন্ধ হবে! টাইট দিতে কেন্দ্র সরকার করলো এই পরিকল্পনা