মহানগর
আজ বিকেলেই অভিষেকের হাত ধরে তৃণমূলে ফিরছেন অর্জুন সিং!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জল্পনা কয়েকদিন ধরেই চলছিল। সেটাই এবার সত্যি হতে চলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরছেন ব্যারাকপুরের ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ অর্জুন সিং।
সবকিছু ঠিক থাকলে আজ অর্থাৎ রবিবার বিকেল চারটেয় ক্যামাক স্ট্রীটে অভিষেকের অফিসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিবেন অর্জুন সিং।
বিভিন্ন ইস্যুতে বেশ কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন অর্জুন সিং। রবিবার সকালে ফের ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। তারপরই অর্জুনের তৃণমূলে ফেরার জল্পনা জোরালো হয়েছে। তৃণমূল সূত্রে খবর, অর্জুনকে দলে যোগদান করানোর আগে উত্তর ২৪ পরগনার নেতাদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘যাঁরা আমার ভিত্তি নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা নিজেদের দিকে দেখুন। যেখানে ঝড় উঠেছে, সেখানেই নৌকা নিয়ে চলো।’
আরও পড়ুন: ‘একদিকে কাউন্টডাউন শেষ, আরেক দিকে কাউন্টডাউন শুরু’, দলবদলের জল্পনা উস্কে বিস্ফোরক অর্জুন সিং
টুইট করে বিজেপি নেতা লেখেন, ”শুনা হ্যায় আজ সমুন্দর কো খুদ পে গুমান আয়া হ্যায়। উধর হি লে চলো কসঠি, যাঁহা তুফান আয়া হ্যায়।’ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর এই শায়েরি ঘিরেই নতুন করে তৈরি হয় জল্পনা।
রবিবার সকালে নিজের বাড়িতেই সাংবাদিকদের অর্জুন সিং বলেন, ‘আমার এক জায়গায় যাওয়ার কথা আছে। একজনের সঙ্গে দেখা করার কথা আছে। আমাকে হয়তো কিছু ক্ষণের মধ্যেই কলকাতা যেতে হবে। অঘটন ঘটলে আপনারা জানতে পারবেন। যখন এক দিকে যুদ্ধ শুরু হয় বা শেষ হয়, তখন বলা যায় শেষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কোথাও শুরু, তো কোথাও শেষ। একটু অপেক্ষা করুন, সবটা জানতে পারবেন।’
এরপরই অর্জুনের তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘বিজেপিতে থাকতে চাইছি না বা বিজেপি আমাকে ধরে রাখতে চাইছি না, এটা সময়ই বলবে। বিগত প্রায় এক মাস ধরে দলবদল নিয়ে জল্পনা তো প্রতিদিনই কেউ না কেউ তৈরি করছে। যদি যোগদান সত্যিই করি তাহলে তো সবাই জানতেই পারবেন। আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে ছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলের শেষ কথা। কে কী বলছেন বা কে কী করবেন, তা মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক করবেন। কোনও নেতা মেনে নেবেন কি না, জানি না। তবে ব্যারাকপুরের মাটি, মানুষ আমার সঙ্গে আছে। ঘর ওয়াপসি হলে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। রাজনীতিতে সব কিছু সম্ভব। কোনও কিছু অসম্ভব নয়। কারও প্রতি আমার কোনও ক্ষোভ নেই। যারা আমার পাশে ছিলেন এবং যারা আমার বিপক্ষে ছিলেন তাদেরকেও ধন্যবাদ।রাজনীতিতে কোনও জায়গা ফাঁকা থাকে না। পাটশিল্প আমাকে কাউন্সিলর থেকে সাংসদ বানিয়েছে। আমি মানুষের সঙ্গে বেইমানি করব না। নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। যাঁর সঙ্গে দেখা বলতে যাব, তিনি ছোটখাট লোক নন। বাংলার স্বার্থ নিয়ে লড়াই হয়েছে, লড়াই হবে। তা নিয়েই আলোচনা হবে।’
আরও পড়ুন: পরেশকে চার ঘণ্টা জেরা, শান্তিপ্রসাদ-সহ ৫ জনের বিরুদ্ধে এফআইআর
প্রায় মাস খানেক ধরে অর্জুন সিং যেভাবে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে চলেছেন, তাতে জল্পনার পারদ চড়ছিল। পাটের দাম বেঁধে দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। রাজ্যের পাট শিল্পকে বাঁচাতে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্য চেয়ে তাঁকে চিঠিও দিয়েছিলেন তিনি। তারপরই দিল্লিতে তলব করে কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর মান ভাঙানোর চেষ্টাও করেন। তাতে কোনও লাভ হয়নি।
আরও পড়ুন: ”আমি মরিনি…”! নিজের গড়ে ফিরে স্বমহিমায় অনুব্রত মণ্ডল
গত কয়েকদিনে কেন্দ্র এবং রাজ্য বিজেপি নেতৃত্বের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। তাই অর্জুন তৃণমূলে ফিরতে পারেন, এমন গুঞ্জন শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। রবিবার বিকালে তাতেই সিলমোহর পড়তে চলেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি ভাটপাড়ার পার্টি অফিস থেকে কলকাতার উদ্দেশ্যে রওনাও হয়ে গিয়েছেন।