বাংলার খবর
হিন্দমোটরেই তৈরি হবে মেট্রো রেলের কোচ, উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত ধরে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজ, বুধবার দুপুর ১টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হিন্দমোটরে কোচ ফ্যাক্টরির উদ্বোধন হবে।
এই ফ্যাক্টরি উদ্বোধন হলে ভারতীয় ব্রডগেজ রেলের কোচ ও মেট্রো রেল কোচ তৈরি হবে হিন্দমোটরেই। এই দিনই ভার্চুয়ালি ফলতায় হেলিকপ্টার নির্মাণ কারখানাও উদ্বোধন করবেন তিনি। এদিন হিন্দমোটর থেকে শিল্প নিয়ে নতুন বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া রাজ্যে কর্মসংস্থান নিয়েও নতুন বার্তা দিতে পারেন তিনি।
জানা গিয়েছে, হিন্দমোটর কারখানার একটি বড় অংশ বিক্রি করে দেওয়া হয় টিটাগড় ওয়াগন কর্তৃপক্ষকে। ওই কারখানায় রেলের মালগাড়ির চাকা তৈরি শুরু হয়। তারপর মালগাড়ি তৈরি হয়। এবার এখানে মেট্রো–সহ অন্য রেলের কোচও তৈরি হচ্ছে। হিন্দমোটরের অ্যাম্বাসাডরের তৈরি বন্ধ হয়ে যায় ২০১৪ সাল থেকে।
আরও পড়ুন: হিন্দমোটরেই তৈরি হবে ব্রডগেজ রেলের কোচ ও মেট্রো রেলের কোচ, উদ্বোধন হবে মমতার হাতে
টিটাগড় ওয়াগন লিমিটেডের মূল কারখানা উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। কারখানা সম্প্রসারিত করা হয়েছে। ওই সংস্থার হেলিকপ্টার তৈরির একটি কারখানা গড়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায়।
আরও পড়ুন: বেকারেরশ্বর বাবার মন্দিরের চায়ের দোকানে কাজ করলেই মেলে চাকরি!
সূত্রের খবর এই দিন এখান থেকে ভার্চুয়ালি পলতায় হেলিকপ্টার তৈরির ফ্যাক্টরিও উদ্বোধন করবেন তিনি। ২৭ তারিখ মুখ্যমন্ত্রী আগমনের প্রাক্কালে সুরক্ষার বজ্র আঁটুনিতে মুড়ে ফেলতে তৎপর জেলা প্রশাসন সরকারি আধিকারিক সহ সকলেই।
আরও পড়ুন: Monkeypox: পার্টিতে গিয়ে বিপত্তি, মাঙ্কিপক্স সন্দেহে দিল্লির হাসপাতালে ১!
আরও পড়ুন: Howrah Dengue: বর্ষার মরশুমে ডেঙ্গির উপদ্রব ঠেকাতে তৎপর প্রশাসন