বাংলার খবর
ঘরের ছেলে ঘরে ফিরে এলাম: অর্জুন সিং

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গেরুয়া শিবির এখন ‘অর্জুন হীন’। অনেক দিনের দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের পুরনো দলেই ফিরে এলেন অর্জুন সিং।
রবিবার ক্যামাক স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের অফিস থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুলে যোগ দেন অর্জুন সিং। ৩ বছর ২ মাস ৮ দিনেই ভোলবদল হল অর্জুনের।
এদিন তৃণমূলে যোগ দিয়ে প্রথমবার সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে অর্জুন সিং বলেন, ”ঘরের ছেলে ঘরে ফিরে এলাম। রাজনৈতিক ভুল বোঝাবুঝির জন্য ছেড়ে চলে গিয়েছিলাম। এসি ঘরে বসে রাজনীতি চলে না। এই কারণেই বঙ্গ বিজেপির অবনতি। এয়ার কন্ডিশান ঘরে থেকে, ফেসবুকে বাংলায় রাজনীতি করা যায় না। খুব শীঘ্রই ভারতবর্ষের রাজনীতিতে একটা বড় লড়াই হতে চলেছে। যার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন বলেই আমাদের বিশ্বাস। একইসঙ্গে সাংসদ পদে পদত্যাগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূলের প্রতীক নিয়ে আরও ২ জন সাংসদ বিজেপিতে আছেন। আগে তাঁরা ছেঁড়ে দিন। তাহলে আমিও ছেঁড়ে দেব।”
আরও পড়ুন: ঘরের ছেলে ঘরে ফিরে এলাম: অর্জুন সিং
এদিকে, পঞ্চায়েত ভোটের আগে অর্জুন সিং-এর দলবদল বঙ্গ বিজেপির কাছে বেশ বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ায় ব্যারাকপুর গড়ও হাতছাড়া হল বিজেপির।
আরও পড়ুন: জোড়াফুলে প্রত্যাবর্তন অর্জুন সিংয়ের
অন্যদিকে অর্জুন সিং-এর দলবদলের প্রতিক্রিয়া দিতে গিয়ে সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন,”প্রশাসনিক চাপে অর্জুনের আত্মসমর্পণ। যারা পাটশিল্পকে চুষে খেয়েছেন…তাঁদের সঙ্গে থেকে পাটশিল্পকে বাঁচাবেন!”