বাংলার খবর
বৃহস্পতিবার বিকালেই দলের শৃঙ্খলারক্ষা কমিটির জরুরি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুর ও বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে ইডি-এর বিপুল পরিমাণ টাকা উদ্ধার নিয়ে তোলপাড় রাজ্য-সহ গোটা দেশের রাজনৈতিক মহল। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, দোষী প্রমাণিত হলে দল এবং সরকার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু বৃহস্পতিবার সকালেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ টুইট করে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীত্ব ও দলের সমস্ত পদ থেকে সরানোর দাবি জানান। তারপরই বৃহস্পতিবার বিকালে দলের শৃঙ্খলারক্ষা কমিটির জরুরি বৈঠক ডাকলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এদিন বিকাল পাঁচটায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
অভিষেকের ডাকা এই জরুরি বৈঠকে কুণাল ঘোষ উপস্থিত থাকবেন বলে তিনি নিজেই জানিয়েছেন। বুধবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘড়িয়ার রথতলার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা ও গহনা উদ্ধার হওয়ার পরই কুণাল ঘোষ টুইট করে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। যদিও কিছুক্ষণ পরই তিনি সেই টুইটটি ডিলিটও করে দেন। রাজনৈতিক মহলে সেই টুইট নিয়ে শুরু হয়ে যায় জোর জল্পনা। পরে অবশ্য নিজেই কুণাল ঘোষ গোটা বিষয়টি পরিষ্কার করে দেন।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই টুইট প্রসঙ্গে বলতে গিয়ে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল পাঁচটায় তৃণমূলের নতুন ভবনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলারক্ষা কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে তিনিও উপস্থিত থাকবেন। সেখানেই গোটা পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কারণেই তিনি তাঁর ব্যক্তিগত টুইটটি ডিলিট করে দিয়েছেন। উল্লেখ্য, এক সময় তৃণমূলের এই শৃঙ্খলারক্ষা কমিটির দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়।