''আমি মরিনি...''! নিজের গড়ে ফিরে স্বমহিমায় অনুব্রত মণ্ডল
Connect with us

বাংলার খবর

”আমি মরিনি…”! নিজের গড়ে ফিরে স্বমহিমায় অনুব্রত মণ্ডল

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘ ৪৫ দিন পর বোলপুরের মাটিতে ফের পা দিলেন অনুব্রত মণ্ডল। ৪৫ দিন আগে বোলপুরে বাড়ি থেকে  অনুব্রত মণ্ডল চিকিৎসার জন্য এবং সিবিআই-য়ের কাছে হাজিরা দেওয়ার জন্য বেরিয়েছিলেন। সেই বাড়িতে আজ আবার ফিরছেন তিনি। 

ঘরের ছেলে ঘরে ফিরছেন! প্রায় দেড় মাস পর অবশেষে শুক্রবার বোলপুরে ফিরছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তাই এদিন সকাল থেকেই সাজ-সাজ রব পড়ে গিয়েছে গোটা বোলপুরে।

জেলা সভাপতিকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূলের নেতা-কর্মীরা। ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়ির সামনে অস্থায়ী মঞ্চ গড়ে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতেও শুরু করেছেন তাঁরা। হাতে ঘাস-ফুল পতাকা নিয়ে দলীয় নেতার নামে জয়ধ্বনি দিতেও শুরু করেছেন তৃণমূল নেতা-কর্মীরা।

Advertisement

আরও পড়ুন: রাজ্যে বিজেপির সংগঠন নিয়ে আবারও বিস্ফোরক অর্জুন

বোলপুরের পাশাপাশি জেলার অন্যান্য প্রান্ত থেকেও তৃণমূল নেতা-কর্মীরা অনুব্রতর বাড়ির সামনে এসে ভিড় জমাতে শুরু করেছেন। পাশাপাশি বোলপুরে ঢোকার মুখ থেকে শুরু করে গোটা শহর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের বড়-বড় কাট আউটে ভরে দেওয়া হয়েছে। ঘাস-ফুল পতাকায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। সবমিলিয়ে, ঘরের ছেলে ঘরে ফেরার আনন্দে বিহ্বল হয়ে উঠেছে গোটা বোলপুর।

হাসপাতাল সূত্রে খবর, বীরভূমের তৃণমূল সভাপতি এখন অনেকটাই সুস্থ। তাই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকার পর অনুব্রত মণ্ডলের এই বাড়ি তাঁর প্রিয়জনের জন্য যেমন সুখপ্রদ, তেমনই কৌতূহল ও উৎকণ্ঠা তৈরি হয়েছে, সিবিআই কি তাঁকে ফের নোটিশ পাঠাবে? অনুব্রতর ঘনিষ্ঠ জনের দাবি, হাসপাতাল থেকে ছাড়া পেলেও কেষ্ট মণ্ডলকে আপাতত বেড রেস্টে থাকতে বলা হয়েছে। অর্থাৎ বাড়ির বাইরে বেরোনো বারণ।

Advertisement

উল্লেখ্য, গোরু পাচার মামলায় নাম জড়িয়েছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের । মাস দেড়েক আগে গোরু পাচার মামলায় CBI তলবে হাজিরা দিতে যাওয়ার জন্যই বোলপুরের বাড়ি থেকে কলকাতার চিনার পার্কের বাড়িতে যান অনুব্রত। পরদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নিজাম প্যালেসে CBI দফতরে যাওয়ার পথেই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। তাঁর গাড়ি সোজা পৌঁছে যায় SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে।

সেখানে বেশ কিছুদিন ভর্তি থাকার পর চিকিৎসকদের পরামর্শে চার সপ্তাহ বেড রেস্টে ছিলেন চিনার পার্কের বাড়িতে। বৃহস্পতিবার ফের CBI-এর তলবে হাজিরা দেন নিজাম প্যালেসে। সেখানে সাড়ে তিন ঘণ্টা CBI জেরার সম্মুখীন হন। তারপর দুপুর দুটো নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে ফের যান উডবার্ন বিভাগে। চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তাই হাসপাতাল থেকে বেরিয়ে চিনার পার্কে রাত কাটালেও বোলপুরের বাড়িতে এসেই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

আরও পড়ুন: রক্ষা কবচ পেলেন না পার্থ চট্টোপাধ্যায়, আবেদন খারিজ ডিভিশন বেঞ্চের

Advertisement

অনেকের মতে, কুণালের এহেন ‘নির্দয়’ কথা হয়তো অসুস্থ অনুব্রতর বুকে আরও চাপ তৈরি করেছে। আরও অসহায় হয়ে পড়েছেন তিনি। তবে সে সব পাশে রেখে আপাতত ভাল খবর হল, অনুব্রতবাবু এখন অনেকটাই সুস্থ। তিনি বাড়ি ফিরছেন। তবে তাঁকে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে চার সপ্তাহ।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.