দেশের খবর
করাচিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিস্ফোরণের খবর সামনে আসলে প্রথমেই নাম আসে পাকিস্তানের। প্রায়ই পাকিস্তানের কোথাও না কোথাও বিস্ফোরণের খবর পাওয়া যায়। শনিবার আবারও বিস্ফোরণে কেঁপে উঠল করাচি। এই বিস্ফোরণে ১০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন সাধারণ মানুষ। যদিও করাচি পুলিশ এই বিস্ফোরণকে জঙ্গি হামলা মানতে রাজি নয়। করাচির পারচা চক এলাকার একটি বহুতলের নিচের নালা থেকে বেরনো গ্যাস থেকেই এই বিস্ফোরণ হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। কিন্তু নালা থেকে বেরনো গ্যাস থেকে এত বড় বিস্ফোরণ সম্ভব! যা কিনা একটা বহুতলকেই গুঁড়িয়ে দিয়েছে! তাই নিয়ে উঠছে প্রশ্ন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্ফোরণের তিব্রতা এতটাই বেশি ছিল একটি বহুতল ভেঙে পড়ার পাশাপাশি আশেপাশের বহুতল গুলোতেও ফাটল ধরেছে। বহুতলের নিচে এখনও কেউ চাপা পড়ে থাকতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তাই জোর কদমে চলছে উদ্ধার কাজ।