বাংলার খবর
বাচ্চার মৃত্যুর প্রতিশোধ নিতে এক মাসে ২৫০ কুকুরছানাকে মারল হনুমানের দল!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুধু মানুষই নয়, পশুরাও কত প্রতিহিংসাপরায়ণ হয়, তার জলজ্যান্ত উদাহরণ পাওয়া গেল সম্প্রতি। মহারাষ্ট্রের বীড় জেলার মজলগাঁও এলাকার লাভল গ্রামে সম্প্রতি একদল কুকুর একটি হনুমানের বাচ্চাকে মেরে ফেলেছিল। তারই প্রতিশোধ নিতে গোটা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একদল হনুমান।
আর তাদের লক্ষ্য এলাকার সমস্ত কুকুর। আর ভয়ংকরভাবেই নিচ্ছে সেই প্রতিশোধ। এলাকাবাসীদের দাবি, হনুমানের প্রতিশোধে এলাকায় একটিও কুকুরছানা আর বেঁচে নেই! হনুমানের দল কুকুরদের উপর কিভাবে প্রতিশোধ নিচ্ছে, তা শুনলে আপনিও আঁতকে উঠবেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় কোনও কুকুরছানাকে দেখতে পেলেই হনুমানের দল তাকে ঘিরে ধরছে। এবং কুকুরছানাকে ধরে নিয়ে গিয়ে উঁচু কোনও জায়গা থেকে নিচে ফেলে মেরে দিচ্ছ। গ্রামবাসীদের দাবি, গত এক মাসে গ্রামের প্রায় ২৫০ টি কুকুরছানাকে এই ভাবে মেরে ফেলেছে ক্ষিপ্ত হনুমানের দল। বর্তমানে নাকি ওই গ্রামে আর কোনও কুকুরছানাই জীবিত নেই।
হনুমানের এই হামলায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামেও। সুযোগ পেলে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের উপরও আক্রমণ করছে হনুমানের দল। হনুমানের হাত থেকে কুকুর ছানাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েক জন গ্রামবাসীও। হনুমানের এই আতঙ্কের হাত থেকে বাঁচতে বনদফতরের শরণাপন্ন হয়েছিলেন গ্রামবাসীরা। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। হাজার চেষ্টা করেও একটি হনুমানকেও ধরতে পারেননি বনদফতরের কর্মীরা। হনুমানের এই অত্যাচারে গোটা গ্রামেই ছড়িয়েছে আতঙ্ক।