বাংলার খবর
অন্তঃসত্ত্বা নাবালিকা প্রেমিকা! কাটোয়া গুলি কাণ্ডে গ্রেফতার প্রেমিক লালচাঁদ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কাটোয়ায় প্রেমিককে নাবালিকা প্রেমিকার গুলি কাণ্ডে নয়া মোড়। প্রেমিকার পরিবারের দাবি, প্রেমিক লালচাঁদ শেখ তাঁদের মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেছে। এবং তাঁদের মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
প্রেমিকার পরিবারের কাছ থেকে এই অভিযোগ পেয়েই শনিবার কাটোয়ার কেশিয়া মাঠপাড়া এলাকার বাড়ি থেকে প্রেমিক লালচাঁদকে গ্রেফতার করল পুলিশ। ওই কিশোরীর বাবা ও দাদা ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করেন। অভাবের সংসারে চতুর্থ শ্রেণীর পর আর পড়াশোনা করা হয়নি কিশোরীর। কেশিয়া মাঠ পাড়ায় আত্মীয়ের বাড়িতে যাতায়াতের সুবাদেই লালচাঁদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ওই কিশোরী। ১৩ বছর বয়স থেকেই লালচাঁদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। ওই কিশোরীর মায়ের দাবি, বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও হয়েছিল। ছেলের বাড়ি থেকে ৬০ হাজার টাকা নগদ এবং তিন ভরি সোনার গয়না সহ আরও জিনিসপত্র পন হিসেবে দাবি করা হয়েছিল। সেই কারণে বিয়ে আর হয়নি। তাঁরা মেয়েকে ঝাড়খন্ডে মাসির বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন।
পুলিশের জেরার মুখে ওই কিশোরীও জানিয়েছে, তার সঙ্গে সম্পর্কের মাঝেই লালচাঁদ অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সেই রাগেই সে লালচাঁদকে খুন করতে গিয়েছিল। গত বুধবার সন্ধ্যায় কাটোয়ার সার্কাস ময়দান এলাকায় লালচাঁদের সঙ্গে দেখা করে ওই নাবালিকা। লালচাঁদের কথা অনুযায়ী, তাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে ওই নাবালিকা। তারপর তাকে চুম্বন করে সিগারেট খেতে চায়। প্রেমিকার ইচ্ছা রাখতে সিগারেট কিনে আনে লালচাঁদ। দু’জনে সিগারেট ধরায়। এরপরই ওই নাবালিকা বন্দুক বার করে। বন্দুক দেখেই প্রেমিকাকে ধাক্কা মেরে পালাতে গেলে পিছন থেকে গুলি করে ওই নাবালিকা। অল্পের জন্য প্রাণে বেঁচে যায় লালচাঁদ। ভয়ে সে চিৎকার শুরু করতেই সেখান থেকে পালিয়ে যায় নাবালিকা। আহত অবস্থাতেই বাড়িতে ফিরে পরিবারকে গোটা বিষয়টি জানায় লালচাঁদ।
তারপরে কাটোয়া থানায় ওই নাবালিকার নামে অভিযোগ দায়ের করে লালচাঁদের পরিবার। তার কয়েক ঘন্টার মধ্যেই শহরের রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং মোবাইলের অবস্থান দেখে অভিযুক্ত নাবালিকাকে কাটোয়ার পাশে খাজুরডিহি গ্রাম থেকে গ্রেফতার করে কাটোয়া থানার পুলিশ। ওই নাবালিকার কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলিও উদ্ধার হয়।