Murshidabad Blast: বহরমপুর থানায় বিস্ফোরণ, আহত ৩
Connect with us

বাংলার খবর

Murshidabad Blast: বহরমপুর থানায় বিস্ফোরণ, আহত ৩

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  আবারও বিস্ফোরণে কেঁপে উঠল বহরমপুর। সোমবার দুপুরে হঠাৎই বিস্ফোরণ হয় খোদ বহরমপুর থানায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে ওঠে গোটা থানাটি। জানা গিয়েছে, বহরমপুর থানার দোতলার মালখানাতে এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এক সাবইন্সপেক্টর-সহ তিন পুলিশকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। তিন জনকেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মালখানাতে মোবাইলের অনেক পুরনো ব্যাটারি ছিল। তার থেকেই বিস্ফোরণ হয়েছে। গোটা ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর থানা চত্বরে। কী করে হঠাৎ মোবাইলের ব্যাটারিতে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুর থানার দোতলায় মালখানাতে বাজেয়াপ্ত প্রচুর মোবাইল-সহ অন্যান্য জিনিসপত্র রাখা রয়েছে। সোমবার দুপুরে সেই ঘরেই হঠাৎ বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ফলে ওখানে থাকা তিনজন পুলিশকর্মী গুরুতরভাবে জখম হয়েছেন। যার মধ্যে একজন এসআই, এক সিভিক ভলেন্টিয়ার ও একজন ভিলেজ পুলিশকর্মী রয়েছেন। তাঁরা সকলেই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
থানার ভিতরে এই বিস্ফোরণে রীতিমতো গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৈরি হয় আতঙ্ক। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বহরমপুর থানায় পৌঁছয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কী করে এই বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন – ISC Top : বাবার কারখানা বন্ধ, ISC তে দেশের মধ্যে তৃতীয় হয়ে মেহেলির স্বপ্ন চিকিৎসক হওয়া
আরও পড়ুন – Bankura Crime: রাতের অন্ধকারে চলত অসামাজিক কাজকর্ম, পুলিশি অভিযানে গ্রেফতার ২১
আরও পড়ুন – বিষ খেয়ে আত্মঘাতির চেষ্টা, প্রাণে বাঁচলেন স্থাস্থ্যকর্মী

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.