রাজনীতি
বিধানসভায় নিজের চেম্বারে ঢুকতে পারবেন না শুভেন্দু, বন্ধ হল ভাতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিধানসভায় অশান্তির জের! বন্ধ করে দেওয়া হল বিরোধী দলনেতা Shuvendu Adhikari-এর ভাতা। বিরোধী দলনেতা হিসেবে বিধানসভায় উপস্থিত থাকলেও পাবেন না কোনও ভাতা বাবদ টাকা। এমনকি থাকতে পারবেন না স্ট্যান্ডিং কমিটির বৈঠকে। মিলবে না নিজের চেম্বারে বসার অনুমতিও। শুক্রবার বিধানসভা থেকে এই নিয়ম সংক্রান্ত চিঠি পেয়ে ক্ষোভে ফুঁসে উঠলেন BJP নেতা শুভেন্দু অধিকারী।
জানা গিয়েছে, গত সোমবার বিধানসভার অধিবেশন চলাকালীন সময়ে বগটুই হত্যাকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি চেয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন BJP বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের এই বিক্ষোভে পরস্পরের সঙ্গে (TMC-BJP) হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। এরপরই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার। এরপরই দু’পক্ষের ক্ষোভ-বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় বিধানসভা চত্বর।
এরপরই শুক্রবার বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে এক বছরের জন্য সাসপেন্ড হওয়া বিরোধী দলের বিধায়কদের এই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত BJP-এর পাঁচজন বিধায়ক সাসপেন্ড থাকবেন ততদিন পর্যন্ত তাঁরা কোনওরকম ভাতা বা টাকা পাবেন না। অনুমতি পাবেন না কোনও স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দেওয়ার। এমনকি বরখাস্ত হওয়া ওই বিজেপি বিধায়করা বসতে পারবেন না বিধানসভায় নিজের চেম্বারে।
আরও পড়ুন: বানচাল নাশকতার ছক, পুলিশি অভিযানে উদ্ধার ১৭টি তাজা বোমা
প্রসঙ্গত, রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে বিধানসভায় বিজেপি বিধায়কের সহযোগে বিক্ষোভ দেখান তাঁরা। স্লোগান সহযোগে বিজেপি বিধায়কদের তুমুল বিক্ষোভ।হায় হায় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিধানসভা। কাগজ ছিঁড়ে ফেলা হয়। স্পিকারের অভিযোগ মহিলা সিকিউরিটি গার্ডকে আপনারা ধাক্কাধাক্কি করছেন। এটা ভালো নয়।
আরও পড়ুন: ‘এঁরা বিধানসভায় আসেন অসভ্যতা করতে’, শুভেন্দুকে তোপ পার্থ চট্টোপাধ্যায়ের
স্পিকারকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখনা বিজেপি বিধায়করা। স্পিকারের কাছে যাতে পৌঁছতে না পারে তার জন্য দুটি পথ আটকে দাঁড়িয়ে থাকেন মহিলা নিরাপত্তাকর্মীরা। কাগজ ছিড়ে স্পিকারের দিকে ছুঁড়েদেন বিজেপি বিধায়করা। নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঠেলাঠেলিও করে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, গোটাদিন বিজেপির বিক্ষোভে উত্তাল থাকে বিধানসভা। বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘বিধানসভায় আমাদের বলতে বাধা দেওয়া হচ্ছে’ বলেও জানান শুভেন্দু অধিকারী। এদিন তিনি আরও বলেন,’রাজ্যের বেহাল আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করুন।”