বিদেশের খবর
অসুস্থ থাকার পরেও, চিকিৎসকের কাছে নেওয়া হল না নার্গিস মহম্মদি কে!
নারীদের জন্য রুখে দাঁড়িয়ে ছিলেন বলে অসুস্থতা থাকার পরেও ইরানের প্রশাসন তাকে পরিষ্কার মানা করে দিয়েছে যে,

বেঙ্গল এক্সপ্রেস: কারাগারে বন্দী নোবেল শান্তি পুরস্কার প্রাপক নার্গিস মোহাম্মদী! এই নার্গিস মোহাম্মদী নারীদের হিজাব পরার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন।
নারীদের জন্য রুখে দাঁড়িয়ে ছিলেন বলে অসুস্থতা থাকার পরেও ইরানের প্রশাসন তাকে পরিষ্কার মানা করে দিয়েছে যে, তাকে হাসপাতালে ভর্তি নেওয়া হবে না। ইরানের ওই তরুণী যখন এই খবর জানতে পারে তখন তখনই তিনি মনস্থির করে নেন যে, তাকে যদি হাসপাতালে সুবিধা না দেওয়া হয় তাহলে তিনি এই সোমবার থেকে অনশনে বসবেন।
প্রশাসন যেমন তার নিজের কথা রেখেছেন তেমনি নার্গিস ও সোমবার থেকে অনশনে বসে পড়েছেন। নার্গিস মোহাম্মদী বেশ কয়েকদিন ধরে হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যায় ভুগছেন। গত সপ্তাহে নার্গিস জেল কর্তৃপক্ষের কাছে হাসপাতালের আর্জি করলে তাকে হিজাব পড়তে বলা হয়। কিন্তু তিনি রাজি না হয় ইরানের প্রশাসন হাসপাতাল নিয়ে যায়নি তাকে। নারীদের হিজাব পরার বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে নিজের জীবন দিয়ে দাম দিতে হচ্ছে নার্গিস কে.