বানচাল নাশকতার ছক, পুলিশি অভিযানে উদ্ধার ১৭টি তাজা বোমা
Connect with us

বাংলার খবর

বানচাল নাশকতার ছক, পুলিশি অভিযানে উদ্ধার ১৭টি তাজা বোমা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের আমবাগানের মধ্যে বাঁশের ঝাড় থেকে ১৭ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার ১। ধৃতের নাম জয় ঘোষ। বাড়ি ফরাক্কার হাজারপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ফরাক্কার শংকরপুর মোরে ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরোনো অভিযোগের ভিত্তিতে ফরাক্কা থানার পুলিশ জয় ঘোষকে গ্রেফতার করে। গ্রেফতারের পরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে এলাকাতে ঝামেলা পাকানোর জন্য বেশ কিছু তাজা বোম সে একটি বাগানের ভিতরে মজুত রেখেছিল। এরপর ফারাক্কা থানার পুলিশ তাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায়। সেখান থেকে পুলিশ নাইলনের ব্যাগের মধ্যে থেকে তাজা বোমগুলো উদ্ধার করে।

আসামির কথায় ওই ব্যাগে মোট ১৭ টি তাজা বোম আছে। ফরাক্কার শঙ্করপুরে ৩৪ নাম্বার জাতীয় সড়কের ধারে থেকে প্রায় ২০০/৩০০ মিটার দুরত্বেই এই ঘটনাস্থল। ফারাক্কা থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ঘিরে রাখেন পুলিশ দিয়ে। পুলিশ সূত্রে জানা যায়, এই জয় ঘোষকে ফারাক্কা থানার পুলিশ বেশ কিছুদিন ধরেই খোঁজ করছিল তাকে গ্রেফতার করার জন্য। একটি পুরনো কেসের আসামী ছিল এই হয় জয় ঘোষ। পুলিশ তাকে সেই কেসে গ্রেফতার করে। এরপর পুলিশ CID বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেন বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য। 

Advertisement

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর পুলিশ প্রশাসন, একাধিক এলাকা থেকে উদ্ধার তাজা বোমা

অন্যদিকে, মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর নির্দেশের পরই নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,’রাজ্যের প্রতিটা কোন থেকে অস্ত্রশস্ত্র আর বোমা উদ্ধার করতে হবে। পুলিশকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।” রাজ্যের পুলিশমন্ত্রীর তরফে এমন নির্দেশ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হল তাজা বোমা সহ একাধিক বেআইনী অস্ত্রসামগ্রী। 

আরও পড়ুন: বগটুই হত্যাকাণ্ড: তদন্তভার CBI-কে দিল কলকাতা হাইকোর্ট

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার কেশপুর থানার ১৩ নং অঞ্চলের হুরুনুরু এলাকায় একটি জঙ্গল ও মাঠের মাঝে প্লাস্টিকের চারটি বালতি থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বালির মধ্যে ওই বোমা গুলি রাখা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। সবগুলোই সক্রিয় বলেই দাবি স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় গত কয়েক দিন ধরে পুলিশের অভিযান চলছে বেআইনি অস্ত্র শস্ত্র ও বোমার সন্ধানে। তারপর শুক্রবার সকালে একটি নির্জন এলাকায় কেউ বা কারা গভীর রাতে ওই বোমা-গুলি রেখে গিয়েছে।বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে পুলিশ। এছাড়াও কে বা কারা এখানে বোমাগুলি রেখে গিয়েছে তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.