রাজনীতি
করনদিঘীতে বিডিও অফিসে বিক্ষোভ বিজেপির, পুলিশের সাথে বচসা
পঞ্চায়েত নির্বাচন ও গননা কেন্দ্রে কারচুপি, তৃণমূল কংগ্রেস প্রার্থীদের অবৈধভাবে বিজয়ী ঘোষনা করার প্রতিবাদে শুক্রবার করনদিঘি বিডিও অফিসের সামনে বিক্ষোভ মিছিলে সামিল হল বিজেপির কর্মীরা।

নিউজ ডেস্ক : পঞ্চায়েত নির্বাচন ও গননা কেন্দ্রে কারচুপি, তৃণমূল কংগ্রেস প্রার্থীদের অবৈধভাবে বিজয়ী ঘোষনা করার প্রতিবাদে শুক্রবার করনদিঘি বিডিও অফিসের সামনে বিক্ষোভ মিছিলে সামিল হল বিজেপির কর্মীরা। এদিন বিজেপির কর্মীরা বিডিওর উদ্দেশ্যে নানা দুর্নীতির অভিযোগ তুলে ধিক্কার জানান। এদিন বিজেপির কর্মীরা পার্টি অফিস থেকে মিছিল করে বিডিও অফিসে যাওয়ার সময় মুল গেটের কাছে বিজেপি কর্মীদের আটকায় পুলিশ। পুলিশের সাথে বচসা বাধে বিজেপি নেতা সুভাষ গোস্বামীর। পরে সেখানেই বিক্ষোভ দেখান তারা।
অন্যদিকে, গোটা রাজ্যের সাথে ভারতীয় জনতা পার্টির ইটাহার বিডিও অফিস ঘেরাও কর্মসূচি আয়োজন করা হল শুক্রবার । ঘেরাও কর্মসূচি কে ঘিরে বিডিও অফিস চত্বরে বিশাল পুলিশ বাহিনী ছাড়াও একশো মিটার দূরে বিডিও অফিসে আসার রাস্তা বাঁশের ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়।বিকেল চারটা নাগাদ ইটাহার ব্লক ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে ইটাহার বিডিও অফিস চত্বরে যাওয়ার চেষ্টা করলে ইটাহার থানার পুলিশ তাদের বাধা দেয় । এরপর প্রতিনিধি মূলক দাবি পত্র তুলে দেওয়া হয় জনতা পার্টির নেতা কর্মীদের পক্ষ থেকে। ছিলেন বিজেপি নেতৃত্ব গোকুল মন্ডল, রবি দত্ত, উজ্জ্বল বর্মন, সহ অন্যান্য নেতৃত্ব।
আরও পড়ুন – বিদেশিও নারীরা ভারতবর্ষে আসছেন মা হওয়ার জন্য ! কিভাবে হচ্ছেন তারা গর্ভবতী?
এছারাও, ১৪৪ ধারা জারি থাকায় মালদা জেলার গাজোলে বিডিওকে ডেপুটেশন দিতে পারল না বিজেপি। শুক্রবার গাজোল ব্লক বিজেপির উদ্যোগে সারা রাজ্যের পাশাপাশি বিডিও দপ্তরের সামনে ডেপুটেশন কর্মসূচি নেয় তারা৷ গাজলের বামনগোলা মোড় থেকে মিছিল করে বিডিও অফিসের সামনে এলে তাদের আটকে দেয় পুলিশ৷ এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি উজ্জ্বল দত্ত, গাজোল ব্লক বিজেপি নেতা মিলন দাস সহ অন্যান্য নেতৃত্ব।