রাজনীতি
‘এঁরা বিধানসভায় আসেন অসভ্যতা করতে’, শুভেন্দুকে তোপ পার্থ চট্টোপাধ্যায়ের

বেঙ্গল এক্সপ্রেস: বগটুই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে বিধানসভায় চরম বিশৃঙ্খলা। শাসক-বিরোধী শিবিরের হাতাহাতিতে আগামী বছর পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে পাঁচ BJP বিধায়ককে। আগামী বছরের অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে শুভেন্দু অধিকারী, মনোজ টিজ্ঞা, নরহরি মাহাত সহ পাঁচ বিধায়ক। এবছরের কোনও অধিবেশন সহ বর্ষাকালীন এবং শীতকালীন কোনও অধিবেশনেই থাকতে পারবেন না তাঁরা।
এদিকে সোমবার বিধানসভায় তৈরি হওয়া এই চরম বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন বিধানসভায় পরিষদীয় মন্ত্রীর দাবি, ”পরিকল্পনা করে বিধানসভায় অশান্তি করেছে বিজেপি। রাজ্যের উন্নয়ন সহ্য করতে পারে না বিরোধীরা।”
এদিন বিধানসভার শুরুতেই বগটুইকাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সভায় ২ ঘন্টা আলোচনার আনুরোধ করেন বিজেপি বিধায়করা। আইন মেনে আলোচনার কথা বলে বিরোধী বিধায়কদের দাবি খারিজ করে দেন স্পিকার। এরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। স্পিকারের চেয়ারও ঘিরে ধরেন তাঁরা। মহিলা নিরাপত্তা রক্ষীদের সুরক্ষার কথা বলে বিক্ষোভকারী বিধায়কদের সরে যেতে বলছিলেন স্পিকার। আর এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বিধানসভা চত্বরে।
আরও পড়ুন: BJP-এর বিক্ষোভে উত্তাল বিধানসভা, একবছরের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ ৫ বিধায়ক
এদিকে এই ঘটনায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে বলেন, ”এ রকম গুন্ডাবাজি করা বিরোধী দলনেতা আগে কোনও দিন দেখিনি। এই বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলের নেতা ছিলেন। তথ্য দিয়ে সরকারের বক্তব্যের সমালোচনা করতেন। আরও অনেক বিরোধী দলনেতাকে আমরা দেখেছি। কিন্তু এ রকম অরাজকতা সৃষ্টিকারী বিরোধী দলনেতা দেখিনি কখনও। এরা অসভ্যতা করতে বিধানসভায় আসেন।”
প্রসঙ্গত, রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে বিধানসভায় বিজেপি বিধায়কের সহযোগে বিক্ষোভ দেখান তাঁরা। স্লোগান সহযোগে বিজেপি বিধায়কদের তুমুল বিক্ষোভ।
হায় হায় ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বিধানসভা। কাগজ ছিঁড়ে ফেলা হয়। স্পিকারের অভিযোগ মহিলা সিকিউরিটি গার্ডকে আপনারা ধাক্কাধাক্কি করছেন। এটা ভালো নয়।
স্পিকারকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখনা বিজেপি বিধায়করা। স্পিকারের কাছে যাতে পৌঁছতে না পারে তার জন্য দুটি পথ আটকে দাঁড়িয়ে থাকেন মহিলা নিরাপত্তাকর্মীরা। কাগজ ছিড়ে স্পিকারের দিকে ছুঁড়েদেন বিজেপি বিধায়করা। নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঠেলাঠেলিও করে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: পুলিশি অভিযানে ইটাহার থেকে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য এলাকায়
শুধু তাই নয়, গোটাদিন বিজেপির বিক্ষোভে উত্তাল থাকে বিধানসভা। বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘বিধানসভায় আমাদের বলতে বাধা দেওয়া হচ্ছে’ বলেও জানান শুভেন্দু অধিকারী। এদিন তিনি আরও বলেন,’রাজ্যের বেহাল আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করুন।”