বেআইনি অস্ত্র উদ্ধারে তৎপর প্রশাসন, বাজেয়াপ্ত প্রচুর তাজা বোমা
Connect with us

রাজনীতি

বেআইনি অস্ত্র উদ্ধারে তৎপর প্রশাসন, বাজেয়াপ্ত প্রচুর তাজা বোমা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই বেআইনি অস্ত্র উদ্ধারে তৎপর হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। যারফলে ফের ছয় দিনের মাথায়  ১১ টি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে, ইটাহার থানার মারনাই অঞ্চলের গোপিবাটি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে  আসেন ইটাহার থানার পুলিশ। কীভাবে এতগুলো বোমা এখানে এলো তা খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েতের গোপিবাটি গ্রামের মধুবন গ্রামীণ সড়কের ধারে দুটি ব্যাগ দেখতে পান গ্রামের মানুষেরা। খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইটাহার থানার পুলিশ। পুলিশ এসে দেখে ওই দুটি ব্যাগের মধ্যে ১১ টি বোমা রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপার চাঞ্চল্য ছড়িয়ে পরে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরই তৎপর প্রশাসন, বীরভূম থেকে উদ্ধার ৪০০ বোমা

Advertisement

এদিকে এই খবর জানাজানি হতেই আশপাশ থেকে বহু মানুষ ছুটে আসে ঘটনাস্থলে। তবে কি করে কোথা থেকে এই বোমাগুলি এলো তা জানতে তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। বোমগুলিকে নিস্ক্রিয় করার জন্য মালদা থেকে বোম স্কোয়াড ডাকা হয়েছে। স্থানীয় বাসিন্দা জয়দীপ দাস জানিয়েছেন, কোথা থেকে এই বোমগুলি এসেছে তাদের জানা নেই। পুলিশ এসেছে ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: ‘BJP’ কে হুমকি’, তৃণমূল বিধায়কের প্রচার নিষিদ্ধ করল কমিশন

অন্যদিকে ফের বীরভূমের খয়রাশোলে প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধার। পুলিশ সূত্রে জানা গেছে, খয়রাশোল এর কাঁকড়তলা থানার ওসি শামিম খান গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে পেয়ে হরিএকতোলা মোড় সংলগ্ন এলাকায় একটি পুকুরের পাড় থেকে প্লাস্টিকের জারে প্রায় ২২ টি বোমা উদ্ধার করেন। ঘটনাস্থলে কাঁকড়তলা থানার পক্ষ থেকে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই বোমা নিষ্ক্রিয় করতে সিআইডি বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

Advertisement