দেশের খবর
এবার করোনা আক্রান্ত সস্ত্রীক অরিজিৎ সিং! রয়েছেন কোয়ারেন্টাইনে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা এবং ওমিক্রন। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউয়েও আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে দিন দিন। আক্রান্তর সংখ্যা বাড়তে থাকায় বিভিন্ন দেশে কঠোর বিধি-নিষেধ জারি হয়েছে। একই অবস্থা ভারতেও। সমস্ত স্তরের বহু মানুষ আক্রান্ত হচ্ছেন।
টলিউড ও বলিউডেও ঢুকে পড়েছে করোনার আতঙ্ক। পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, সংগীত পরিচালক, গায়ক-গায়িকারা একের পর এক আক্রান্ত হচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর নাম। করোনায় আক্রান্ত হয়েছেন অরিজিৎ সিং এবং তাঁর স্ত্রী কোয়েল রায়। রিপোর্ট পজেটিভ আসার পর নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন অরিজিৎ। তাঁরা দু’জনেই আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন।
এছাড়া অরিজিৎ জানিয়েছেন, তাঁদের সামান্য উপসর্গ রয়েছে। কিন্তু দু’জনেই সুস্থ আছেন। অরিজিতের করোনা আক্রান্ত হওয়ার খবর জানাজানি হতেই, দ্রুত আরোগ্য কামোনা করেছেন ভক্তকুল। সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ লিখেছেন, ‘আমি এবং আমার স্ত্রী কোভিড পজেটিভ হয়েছি। আমরা একদম ভালো আছি। এবং নিজেদের কোয়ারেন্টাইনে রেখেছি।’