দেশের খবর
পূর্ব রেলের এক হাজার কর্মী করোনা আক্রান্ত, রেল পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা এবং ওমিক্রন। একই পরিস্থিতি দেশেএবং পশ্চিমবঙ্গেও। হু হু করে বেড়েই চলেছে আক্রান্তর সংখ্যা। সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য একের পর এক বিধি-নিষেধ জারি করেছে কেন্দ্র ও সমস্ত রাজ্য।
স্কুল, কলেজ বন্ধের পাশাপাশি যানবাহন অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছে। অফিসে ৫০ শতাংশ কর্মচারী নিয়ে কাজ করা এবং ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন পরিষেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও বেশ কিছু ট্রেন কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাতে ট্রেনে অতিরিক্ত ভিড় বেড়েছে। ভিড়ের ফলে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। এবার রেলের কর্মীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। গত এক সপ্তাহে পূর্ব রেলের প্রায় এক হাজার কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাঁদের মধ্যে বেশিরভাগই হোম আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। তবে একসঙ্গে এত কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে রেল দফতরে। এই রকম চলতে থাকলে রেল পরিষেবায় ব্যাঘাত ঘটার আশঙ্কাও তৈরি হচ্ছে।
হাওড়া, মালদা, শিয়ালদহ এবং আসানসোল শাখাতেই এক হাজারেরও বেশি কর্মী আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক। আক্রান্তদের মধ্যে লোকাল এবং দূরপাল্লার ট্রেনের ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার, টিটি এবং বেশি সংখ্যক উচ্চ পদমর্যাদার অফিসার রয়েছে। এছাড়াও হাওড়া, বামুনগাছি ও লিলুয়া কারসেডের বেশ কিছু কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের গার্ডেনরিচ হাসপাতালেরও প্রায় একশো জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী রয়েছেন।