দেশের খবর
অবশেষে শিনা বোরা মৃত্যু মামলায় জামিন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শিনা বোরা হত্যাকাণ্ডে জড়িত অন্যতম মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। জামিন দিয়েছে সর্বোচ্চ আদালতের বিচারপতি এল নাগেশ্বর রাও, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন: SSC নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গেল বেঞ্চের রায় বহাল, তদন্তে CBI
ডিভিশন বেঞ্চে জানায়, ‘ইন্দ্রাণী মুখার্জি সাড়ে ছ বছর জেলে রয়েছেন। আদালত মনে করে, তিনি জামিন পাওয়ার অধিকারী। তবে আদালত এই মামলার ব্যাপারে এখনই কিছু বলতে পারছে না। মামলায় ন্যূনতম পঞ্চাশ জন সাক্ষ্য বা বয়ান দিলেও মামলার শুনানি দ্রুত শেষ হবে, এমন ধারণা না হওয়াই বাঞ্ছনীয়। মামলার সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে এই আদালত শিনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জির জামিন মঞ্জুর করছে।’
আরও পড়ুন: ফের মেট্রো বিভ্রাট, দুর্ভোগে অফিসযাত্রীরা
বেঞ্চ আরও জানিয়েছে, ‘এই মামলাটির বর্তমান অবস্থা নিয়ে কোনও মন্তব্য করব না৷ যদিও অভিযোগকারী ৫০ শতাংশ দিয়েছে৷ ট্রায়াল এখুনি শেষ হয়ে যাবে না৷ ট্রায়াল কোর্টের মত নিয়ে আপাতত তাঁকে জামিন দেওয়া হচ্ছে৷ একই ভাবে পিটার মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর করা হয়েছিল৷ এক্ষেত্রেও সেটাই করা হচ্ছে৷’
উল্লেখ্য, ২০১২ সালে খুন হয় শিনা বোরা। এরপর ২০১৫ সালে মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নাকে গ্রেফতার করে সিবিআই। এমনকি এই ঘটনার সাথে যোগ পাওয়া যায় ইন্দ্রাণীর বর্তমান স্বামী পিটার মুখোপাধ্যায়ও। পরে ২০২০ সালের মার্চে বম্বে হাইকোর্ট পিটারের জামিন মঞ্জুর করে।