দেশের খবর
ইউক্রেনে হামলা চালানোর অভিযোগ রাশিয়ার বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যেকোনও মুহূর্তে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। হামলা চালাতে পারে রুশ সেনা, এমনই আশঙ্কা ইউক্রেনের। এরই মধ্যে এবার হামলা চালাতে শুরু করেছে বিচ্ছিন্নতাবাদীরা। পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে মৃত্যু হয়েছে কিয়েভের দুই সেনার।
আহত হয়েছেন চারজন। ইউক্রেন সেনার তরফে জানানো হয়েছে, আগের তুলনায় বিচ্ছিন্নতাবাদীদের হামলার পরিমাণ অনেক বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৭০ বার হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রসংঘে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন রাশিয়াকে বলেছিলেন, মস্কো যেন সরাসরি জানায় যে ইউক্রেনের ওপরে রুশ বাহিনী হামলা চালাবে না। মস্কো সেই কথার জবাব দেয়নি। বরং এবার আরও আগ্রাসী মনোভাব প্রকাশ করেছে পুতিন প্রশাসন। ইউক্রেনের দাবি, ‘হাইব্রিড ওয়ার’ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুতিনের দেশ। যার জেরে সেদেশের বহু এটিএম বিকল হয়ে গিয়েছে। ব্যাহত অনলাইন পরিষেবাও।’