আন্তর্জাতিক
রুশ সেনার নির্মম অত্যাচার, প্রাণে বাঁচতে দুঃসাহসিক কাজ ইউক্রেনীয় তরুণীদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা দেড় মাস ধরে অব্যাহত Russia-Ukraine দ্বন্ধ। দুই দেশের এই টানাপোড়েনে বিপর্যস্ত ইউক্রেনের জনজীবন। একের এক শহরে শুধু মিসাইল হামলা, এয়ার স্ট্রাইক। রুশ সেনার হাত থেকে বাঁচতে দেশ ছেড়েছেন বহুমানুষ। ইউক্রেনের বিভিন্ন শহরগুলিতে শশ্মানের নিরবতা। খোঁড়া হচ্ছে গণকবর।
আর এরই মাঝে রুশ সেনা সম্পর্কে আরও এক বিস্ফোরক তথ্য সামনে আসল। জানা গিয়েছে, রুশ সেনার অত্যাচার,নির্যাতনের হাত থেকে বাঁচতে ইউক্রেনীয় মহিলারা ছেঁটে ফেলছেন চুল। চুলের কাট ছোটো রাখছেন তাঁরা। রুশ সেনার হাত থেকে বাঁচতে চুল ছাঁটছেন কেন ইউক্রেনীয় তরুণীরা? এই ঘটনার পিছনে আসল কারণ জানলে শিউরে উঠবেন আপনিও।
শনিবার এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ থেকে প্রায় ৫০ মাইল দূরে অবস্থিত Ivankiv-এর বাসিন্দারা বিশেষ করে সেখানকার মেয়েরা রুশ সেনার সামনে নিজেদেরকে কম আকর্ষিত করে তুলতে ছোটো করে চুল কেটে ফেলছেন তাঁরা। যাতে রুশ সেনাবাহিনীর অত্যাচার এবং নির্যাতনের হাত থেকে তাঁরা বাঁচতে পারেন। শনিবার সংবাদমাধ্যমের কাছে এই খবর জানিয়েছেন ডেপুটি মেয়র Maryna Beschastna।
গত একমাসের বেশি সময় ধরে রুশ বাহিনীর দখলে থাকার পর ৩০ মার্চ সেনামুক্ত হয় ইউক্রেনের Ivankiv। ডেপুটি মেয়র মেরিনা বেশস্তানা বলেন, ”দখলের সময়কালে মহিলাদের চুল দিয়ে বেসমেন্ট থেকে বের করে আনা হয়েছিল যাতে রাশিয়ান সৈন্যরা তাদের অপব্যবহার করতে পারে। “মেয়েরা কম আকর্ষণীয় হওয়ার জন্য তাদের চুল ছোট করা শুরু করে, তাই কেউ তাদের দিকে তাকায় না”। তবে শুধু Ivankiv শহরের বাসিন্দারাই নয়, ইউক্রেনের একাধিক শহরে মহিলাদের উপর হামলা ও নৃশংস কাজ করার অভিযোগ উঠেছে রুশ সেনার বিরুদ্ধে। এই বিষয়ে এক মহিলা বলেন, ”গত মাসে তার স্বামীকে খুন করে রাশিয়ান সেনা। তারপর পাশের ঘর থেকে ছেলের কান্নার আওয়াজ পেলে তাঁকেও ধর্ষণ করে রুশ সেনা।”
আরও পড়ুন: রুশ হামলায় মৃত্যুপুরী ইউক্রেন, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাশ
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন নিয়ে শান্তিচুক্তি বিফলে গিয়েছে। আন্তর্জাতিক মহলে চাপ, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে মুখ পুড়লেও যুদ্ধে অটল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত ২৪ ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ক্রমাগত রুশ হামলায় ইউক্রেন কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। চারিদিকে হাহাকার, ঘরছাড়াদের আর্তনাদ আর ধ্বংসস্তুপগুলিতে শশ্মানের নিস্তব্ধতা গ্রাস করেছে।
রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচতে ইতিমধ্যে দেশ ছেড়ে চলে গিয়েছেন বহু মানুষ। কেউ বা আশ্রয় নিয়েছেন বাঙ্কারে। কান পাতলেই শোনা যাচ্ছে মুহুর্মুহ গোলাগুলি বর্ষণ আর সাইরেনের শব্দ। বিধ্বস্ত এই পরিস্থিতিতে মন আরও খারাপ করে দিয়েছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের একটি শহরের ছবি। শহর বললে ভুল হবে। এ যেন সাক্ষাৎ মৃত্যুপুরী। নেই কোলাহল। নেই কোনও জনমানব। চারিদিকে চোখ মেললে দেখা যাচ্ছে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লাশের পর লাশ। মৃত দেহগুলির মধ্যে রয়েছে ইউক্রেন সেনা, ইউক্রেনীয় কিশোর-কিশোরী, বয়স্কা মহিলা। বাদ যায়নি শিশুরাও।