দেশের খবর
বিশ্বের কুখ্যাত বাজারের তালিকায় জায়গা পেল কলকাতার এক বাজার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পৃথিবীর সর্বত্রই বিভিন্ন আকারের, বিভিন্ন ধরণের বাজারে রয়েছে। কিন্তু বিশ্বের সবথেকে কুখ্যাত বাজার কোনগুলো, তা কি জানেন! গত বৃহস্পতিবার মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ বা ইউএসটিআর পৃথিবীর সবথেকে কুখ্যাত বাজারগুলোর একটি তালিকা প্রকাশ করেছে।
এবং কেন সেগুলো কুখ্যাত তার কারণও তুলে ধরা হয়েছে। ২০২১ সালের সেই কুখ্যাত বাজারের তালিকায় রয়েছে ৪২টি অনলাইন বাজার এবং ৩৫টি সাধারণ বাজার। তারমধ্যে ভারতের তিন মেগাসিটির ৩ বাজার-সহ একটি অনলাইন মার্কেটের নাম রয়েছে। ইউএসটিআর ভারতের ‘ইন্ডিয়া মার্ট’ অনলাইন মার্কেট টিকে কুখ্যাত বলে ঘোষণা করেছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, ‘ইন্ডিয়া মার্ট’ একটি ই-কমার্স ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস। যারা ক্রেতার সঙ্গে বিক্রেতা যোগসুত্র স্থাপন করে। মার্কিন সংস্থার রিপোর্ট অনুযায়ী এই ই-কমার্স ওয়েবসাইট বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ই-কমার্স ওয়েবসাইট। এবং ওই রিপোর্টে বলা হয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে বিপুল পরিমাণে নকল ওষুধ, ইলেকট্রনিক্স জিনিস এবং জামাকাপড় বিক্রি করা হয়। আর সাধারণ যে তিনটি কুখ্যাত বাজারের কথা বলা হয়েছে তারমধ্যে কলকাতার একটি বাজারে রয়েছে! মুম্বইয়ের হীরা পান্না বাজারকেও কুখ্যাত বলা হয়েছে।
এই বাজারের বিরুদ্ধে অভিযোগ এখানে নামী সংস্থার বহুমূল্য ঘড়ি, জুতো বা প্রসাধনীর জাল বিক্রি হয়। পন্যর গায়ে আসল সংস্থার নাম থাকলেও সেগুলো নকল। আর তা দেখে কোনও ভাবেই বোঝার উপায় নেই যে পন্যটি ওই নামী সংস্থার নয়। তা আদপে জাল করে বানানো। আসল সংস্থার পক্ষ থেকে ক্রেতাদের সতর্ক করে প্রতিবারই বলে দেওয়া হয়েছে ওই বাজারে নকল প্রসাধন সামগ্রী বিক্রি হয়। যা শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। তবুও বিক্রি হয়। গত বছরের সেপ্টেম্বরে দামী সংস্থার মূল্যবান নকল ঘড়ি বিক্রি করার অভিযোগে এই হীরা পান্না বাজার থেকেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এই তালিকায় জায়গায় হয়েছে দিল্লির বিখ্যাত পালিকা বাজারেরও। দিল্লির এই পাতাল বাজারের বিরুদ্ধে অভিযোগ এখানেও নামী সংস্থার ঘড়ি, প্রসাধনী, মোবাইলের আনুষঙ্গিক জিনিসপত্র ও চোখের সাজসজ্জার জিনিস নকল বিক্রি হয়।
মার্কিন সংস্থার রিপোর্টে বলা হয়েছে, হালফিলের সমস্ত অত্যাধুনিক পন্য সস্তায় পাওয়া যায় বলে এই বাজারের সিংহ ভাগ ক্রেতাই হচ্ছে পড়ুয়া এবং তরুণ প্রজন্ম। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, দিল্লির হোলসেল ট্যাঙ্ক রোড মার্কেটে নামি দামী সংস্থার নাম করে নকল জামা কাপড়, জুতো, ঘড়ি, ব্যাগ, ইলেকট্রনিক্স জিনিসপত্র এবং প্রসাধনী সামগ্রী বিক্রি হয়। হোলসেল নকল সামগ্রী এই বাজার থেকেই বিশ্বের অন্যান্য বাজারে সরবরাহ করা হয় বলেও বলা হয়েছে। ইউএসটিআর-এর কুখ্যাত বাজারের তালিকায় রয়েছে কলকাতার খিদিরপুরের ফ্যান্সি মার্কেট। ফ্যান্সি মার্কেটের বিরুদ্ধে অভিযোগ, নামী সংস্থার প্রসাধনী ও পোশাক এখানে নকল করে বিক্রি হয়। অনেকে এখান থেকে নামী সংস্থার প্রসাধনী ভেবে যা কিনে নিয়ে যান তা আদপে নকল। আর এই বাজার থেকে কেনা নকল জিনিসপত্র ব্যবহারের ফলে ক্রেতাদের নানা ধরণের ত্বকের ও চোখের সমস্যার শিকার হতে হয় বলে উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে। ইউএসটিআর প্রথম ২০০৬ সালে বিশ্বের কুখ্যাত বাজারের তালিকা প্রকাশ করে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং ব্যবসায়ীদের সাহায্যের কথা মাথায় রেখে এরপর ২০১১ সাল থেকে প্রতিবছরই তারা কুখ্যাত বাজারের তালিকা প্রকাশ করে আসছে।