ইউরোপ সফরে বাইডেন, ন্যাটোর সঙ্গে জরুরি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট
Connect with us

দেশের খবর

ইউরোপ সফরে বাইডেন, ন্যাটোর সঙ্গে জরুরি বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তিন সপ্তাহ পেরিয়ে গিয়েছে রাশিয়ার ইউক্রেন আক্রমণ। রাশিয়ার আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। বিভিন্ন মহল থেকে শান্তির বার্তা দেওয়া হয়েছে। এমনকি ইউক্রেন আলচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলছেন। রাশিয়া সুত্রে জানা গিয়েছে, ইউক্রেনের ন্যাটোর সঙ্গে ঘনিষ্ঠতার জন্য রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে।

রাশিয়ার আগ্রাসনকে দমানোর জন্য রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা সহ পশ্চিমি দেশগুলো। তা সত্বেও ক্রমাগত আক্রমণের ধার বাড়িয়ে চলেছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন আক্রমণ করলেও আমেরিকা এবং ন্যাটোর সদস্যভূক্ত দেশগুলো কেবল রাশিয়াকে হুমকি দিয়েই সীমাবদ্ধ থেকেছে।

এবার রাশিয়ার আগ্রাসন ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আমেরিকা। সূত্রের খবর, আগামি সপ্তাহেই ইউরোপ সফরে যাচ্ছেন জো বাইডেন। ইউরোপ সফরে ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। ন্যাটোর সদস্য দেশ না হওয়ার জন্য অস্ত্র দেওয়া ছাড়া অন্য কোনও ভাবে ইউক্রেনকে সাহাজ্য করতে পারছে না ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলো। কিন্তু বাইডেনের সঙ্গে আলোচনার পর ন্যাটো নতুন কোন পদক্ষেপ নেয় কি না, সেই দিকেই এখন তাকিয়ে গোটা বিশ্ব।

Advertisement