যুদ্ধের আবহে চারহাত এক, বাঙ্কারেই বিয়ে সারলেন ইউক্রেন যুগল
Connect with us

আন্তর্জাতিক

যুদ্ধের আবহে চারহাত এক, বাঙ্কারেই বিয়ে সারলেন ইউক্রেন যুগল

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাশিয়ার (Russia) আগ্রাসনে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা ইউক্রেনের। মুহুর্মুহু কেবল শোনা যাচ্ছে গোলাগুলি আর সাইরেনের শব্দ। চারিদিকে কালো ধোঁয়া আর চাপা আতঙ্কের ছবি। এমন কঠিন পরিস্থিতিতে যুদ্ধের আবহে ধরা পড়ল চারহাত এক হওয়া এক নবদম্পতির ছবি। আর এই ছবিই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বৃহস্পতিবার আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে, চারিদিকে যুদ্ধ পরিস্থিতি আর তার মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এক ইউক্রেন (Ukraine) দম্পতি। জানা গিয়েছে, রাশিয়া থেকে ক্রমাগত মিসাইল ছোঁড়ার মাঝেই হাসিমুখে ইউক্রেনের ওডেসা শহরে আংটি বদল করলেন ওই নবদম্পতি।

বেলারুশ সংবাদমাধ্যমের তরফে প্রকাশিত বেশকিছু ছবিতে দেখা গিয়েছে, চারিদিকে বোমা-গুলির শব্দের মধ্যেই হাসিমুখে রেজিস্ট্রি পেপারে সই করছেন তাঁরা। ফুল হাতে দাঁড়িয়ে আছেন ওই দম্পতি। যদিও এই প্রথম নয়। এর আগেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে রুশ সেনার সঙ্গে সম্মুখ সমরে নেমেছিলেন আরও এক ইউক্রেন নবদম্পতি।

Advertisement

অন্যদিকে, গত ৮ দিন ধরে ইউক্রেনের বিভিন্ন শহরজুড়ে শুধুই গোলাগুলি আর বোমার শব্দ। জারি রয়েছে এয়ার রেড অ্যালার্ট। দুই দেশের মধ্যে চলা এই যুদ্ধে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৩৯৫ জন। শুধু তাই নয়, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে মারা গিয়েছেন একজন বাংলাদেশি নাবিকও। আর এরই মধ্যে বৃহস্পতিবার ইউক্রেনের খেরসন শহর দখল করল রুশ বাহিনী। এদিকে কিভ-ভোলিন সহ একাধিক শহরে জারি রয়েছে চরম সতর্কতা। চলছে অবিরাম রুশ সেনার হামলা। ইউক্রেনের সরকারি তরফে জানানো হয়েছে যে, এখনও পর্যন্ত এই যুদ্ধে রুশ আক্রমণে প্রাণ হারিয়েছেন ২০০০ সেনা।

উল্লেখ্য, এখনও পর্যন্ত খারকিভে আটকে বহু ভারতীয় পড়ুয়া। বিদেশ মন্ত্রকের তরফে তাঁদের দ্রুত দেশে ফেরানোর জন্য চলছে জোরকদমে প্রচেষ্টা। ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে বাড়ছে উদ্বেগ। গাড়ি না পেলে হেঁটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পড়ুয়াদের। বিদেশ মন্ত্রকের তরফে জারি করা হয়েছে অ্যাডভাইজারি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.