রাজগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও হয়রানির অভিযোগ!
Connect with us

Uncategorized

রাজগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও হয়রানির অভিযোগ!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দুই পরিবারের জমি বিবাদের তদন্তে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং হয়রানির অভিযোগ উঠল। গভীর রাতে এক পরিবারের বাড়িতে গিয়ে লুটপাট ও মহিলাদের হেনস্তা করার অভিযোগ উঠেছে রাজগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে।

পুলিশের ভয়ে ঘরছাড়া পরিবারের পুরুষ সদস্যরা। শনিবার এই অভিযোগ তুলে সুবিচারের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে পরিবারটি। যদিও অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানান, অভিযোগ ভিত্তিহীন। দুই পরিবারের জমি সংক্রান্ত অভিযোগের তদন্ত করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজগঞ্জের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া এলাকায় জমি নিয়ে দুই পরিবারের মধ্যে অনেকদিন ধরেই বিবাদ চলছে। উভয়পক্ষ জমিটি নিজেদের দাবি করে আইনের দ্বারস্থ হয়েছে। দিনকয়েক আগে ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারি হয়। দু’পক্ষ রাজগঞ্জ থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

সেই জমির তদন্তে পুলিশ পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ ওঠে। পরিবারের এক মহিলা মনোয়ারা খাতুন জানিয়েছেন, ‘শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ রাজগঞ্জ থানার একদল পুলিশ বাড়িতে আসে। তাদের সঙ্গে কোনও মহিলা পুলিশ ছিল না। পুলিশ দরজা খুলতে বলে। কিন্তু বাড়িতে কোনও পুরুষ সদস্য না থাকায় দরজা খুলতে রাজি হইনি। তবুও পুলিশ লাথি মেরে দরজা ভেঙে ঘরে ঢোকে। আসবাবপত্র ভাঙচুর করার পাশাপাশি শোকেস থেকে নগদ ৭০ হাজার টাকা এবং কিছু সোনা-রুপোর গয়না নিয়ে যায়। তারপর থেকে আতঙ্কের মধ্যে রয়েছি।’ ওই পরিবারের এক কর্তা রফিকুল মহম্মদ বলেছেন, ‘জমিটি পৈতৃক সম্পত্তি। কিন্তু আমার এক নিকট আত্মীয় জমিটি দখল করার চেষ্টা করছেন। অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ ওই পক্ষের হয়ে কাজ করছে।’ অপরপক্ষের মহম্মদ হালিমের অভিযোগ, পৈতৃক সম্পত্তি অনুযায়ী ওই পরিবার মাত্র ২৬ ডেসিমাইল জমি পায়। কিন্তু গোটা জমিটি দখল করার চেষ্টা করছে।

Advertisement
Continue Reading
Advertisement