ঘরে ফিরেও আতঙ্ক কাটছে না সনিয়ার, স্বস্তির নিঃশ্বাস ভৌমিক পরিবারে
Connect with us

বাংলার খবর

ঘরে ফিরেও আতঙ্ক কাটছে না সনিয়ার, স্বস্তির নিঃশ্বাস ভৌমিক পরিবারে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অনেকদিন ধরেই চলছিল চাপা উত্তেজনা। গত ২৪ ফেব্রুয়ারি তা পরিণত হল সম্মুখ সমরে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। আট দিন ধরে অব্যাহত রুশ-ইউক্রেন যুদ্ধ। দুই দেশের এই যুদ্ধে ব্যাপক বিপাকে পড়েছেন সেদেশে পাঠরত ভারতীয় পড়ুয়ারা।

ইতিমধ্যে ভারত সরকারের তরফে বিশেষ বিমানে করে ইউক্রেন থেকে দেশে ফিরেছেন বহু পড়ুয়া। যদিও এখনও নিজের দেশে ফেরার বিমান ধরতে পারেননি আরও অনেক পড়ুয়ারা। চলছে চরম উদ্বেগ। আর উদ্বেগ,উৎকণ্ঠার পরিবেশের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়ির ভৌমিক পরিবার।

ভারত সরকারের প্রচেষ্টায় যুদ্ধবিধ্বস্ত সুদূর ইউক্রেন থেকে বড়ি ফিরলেন নিমতৌড়ির বাসিন্দা সনিয়া ভৌমিক। ঘরের মেয়ে ঘরে ফেরায়

Advertisement

তমলুকের নিমতৌড়ির ভৌমিক পরিবারের অবশেষে ফিরেছে স্বস্তি! জানা গিয়েছে, নিমতৌড়ির দেবতোষ ভৌমিকের মেয়ে সনিয়া ভৌমিক ডাক্তারি পড়তে গিয়েছিলেন ইউক্রেনে।

গত একসপ্তাহ ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে ভেসে ওঠা রাশিয়া ও ইউক্রেনের মর্মান্তিক যুদ্ধ পরিস্থিতি দেখে রীতিমতো শিহরিত হয়েছিল ভৌমিক পরিবার। তবে শেষপর্যন্ত ভারত সরকারের সহযোগিতায় বুধবার রাত আড়াইটের সময় নিমতৌড়ির সোনিয়াকে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে মেয়ে ঘরে ফেরায় রীতিমতো খুশি ভৌমিক পরিবার।

ইউক্রেন থেকে বাড়ি ফিরে সংবাদ্মাধ্যমের কাছে সোনিয়া বলেন, ”গত কয়েকদিন চরম আতঙ্কে দিন কেটেছে। অবশেষে ভারত সরকারের সহযোগিতা পেয়ে বাড়িতে ফিরতে পেরে অশেষ ধন্যবাদ ভারত সরকারকে।” 

Advertisement

তবে দুই দেশের মধ্যে চলা এই সংঘাতের পরিবেশের বিরতি ঘটলেও আদেও পরবর্তী সময়ে তিনি ইউক্রেন যাবেন কি-না তা এই মুহুর্তে ভেবে উঠতে পারছেন না সনিয়া। তবে মেয়ে বাড়ি ফেরায় সব মিলিয়ে এই মুহুর্তে খুশির হাওয়া নিমতৌড়ির ভৌমিক পরিবারে।

 

Advertisement