দেশের খবর
বড়দিনে কলকাতায় ওমিক্রন আতঙ্ক! ডাবলিং থেকে ফেরা এক যুবকের শরীরে করোনার নতুন প্রজাতির হদিশ মিলল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের নাম ওমিক্রন। আফ্রিকা থেকে শুরু করে এই মুহূর্তে বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পরেছে এই মারণ ভাইরাস। ভারত তার ব্যতিক্রম নয়। সারা দেশে এই মুহূর্তে অমিক্রম আক্রান্তর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। অন্য রাজ্যে বাড়লেও পশ্চিমবঙ্গে তেমন কোনও খবর ছিল না।
কয়েকদিন আগে আবুধাবি থেকে ফেরা এক শিশুর শরীরে এই জীবাণু ধরা পড়েছিল। তারপর থেকেই শুরু। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে অমিক্রম আক্রান্ত ছিলেন চার জন। কলকাতা পুরসভা ভোটের আগে শহরে ফেরা এক যুবকের শরীরে ধরা পড়ল ওমিক্রন। ২৭ বছর বয়সী ওই যুবক আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ম্যানচেস্টার, আবুধাবি ও দিল্লি হয়ে কলকাতায় ফিরে ছিলেন ১৮ ডিসেম্বর। কর্মসূত্রে গত পাঁচ বছর ধরে আয়ারল্যান্ডে ছিলেন তিনি। গত শুক্রবার বিমানবন্দরে নামা মাত্রই আরটিপিসিআর টেস্ট করা হয়। কিন্তু করোনা রিপোর্ট নেগেটিভ আসে। রিপোর্ট নেগেটিভ আসায় বাড়ি চলে গিয়েছিলেন তিনি। এবং কোভিড বিধি মেনে আটদিন হোম আইসোলেশনে ছিলেন।
এর মাঝেই শারীর খারাপ হওয়ায় টেস্ট করালে তার রিপোর্ট পজেটিভ আসে। এরপর তিন দিন আগে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এবং জেনোম সিকোয়েন্সিংয়ের জন্য কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকেল জেনোমিক্সে নমুনা পাঠানো হয়। জেনোম সিকোয়েন্সিংয়ের সেই রিপোর্ট পজেটিভ আসে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ওই যুবককে কোভিড ওয়ার্ডের একটি পৃথক ঘরে রাখা হয়েছে। এবং সব রকম কোভিড বিধি মেনেই তাঁর চিকিৎসা চলছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ডাবলিন থেকে বিমানে ওঠার আগেও তাঁর করোনা টেস্ট করা হয়েছিল। কিন্তু তখনও রিপোর্ট নেগেটিভ এসেছিল। এই মুহূর্তে কলকাতায় ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫।