দেশের খবর
দেশে আরও কমল করোনা আক্রান্তের সংখ্যা, বেড়েছে মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্কের আর এক নাম করোনা এবং ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তর সংখ্যা। করোনা আতঙ্কের জেরে গত দুই বছর যাবত স্কুল-কলেজ বন্ধ। জনজীবন বিপর্যস্ত, বহু মানুষ আতঙ্কিত। প্রথম, দ্বিতীয় ঢেউ বহু মানুষের জীবন অকালে কেড়ে নিয়েছে।
কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। স্কুল-কলেজ খোলা শুরু হয়। কিন্তু গত কয়েকমাস আগে আফ্রিকায় হানা দেয় ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। ভারতেও বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন আগেই করোনা সংক্রমণ বৃদ্ধির হার ছিল উর্ধমুখী। করোনা রোধ করার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ফলে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন। যা রবিবারের তুলনায় ১০ শতাংশ কম। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪৪৪ জন।
দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে মোট ৪ কোটি ১৩ লক্ষ ২ হাজার ৪৪০ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ কমলেও সামান্য বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার বেড়ে হয়েছে ১৫.৭৭ শতাংশ। আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫৯ জনের। যার মধ্যে শুধু কেরলেই মারা গিয়েছেন ৩৭৪ জন। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৯৫ হাজার ৫০ জন। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা সংক্রমণের হাত থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৬২ হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লক্ষ ৩১ হাজার ১৯৮টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭২ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮১৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার করোনার টিকা নিয়েছেন ২৮ লক্ষ ৯০ হাজার ৯৮৬ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৬৬ কোটি ৩ লক্ষ ৯৬ হাজার ২২৭ জনের।