দেশে সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা
Connect with us

দেশের খবর

দেশে সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করনার তৃতীয় ঢেউ থেকে ধীরে ধীরে মুক্তি পেতে শুরু করেছে বিশ্বের মানুষ। আফ্রিকায় প্রথম ধরা পরে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। এরপর তা ছড়িয়ে পরে সারা বিশ্বে। ওমিক্রন বাড়তেই করোনার তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ে।

লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে আক্রান্ত্রের সংখ্যা। সারা বিশ্বের পাশাপাশি ভারতেও বাড়তে থাকে আক্রান্ত্রের সংখ্যা। সরকার সংক্রমণ রোধের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করে। জারি করা হয় একাধিক নিষেধাজ্ঞা। ফলে ধীরে ধীরে কমতে থাকে আক্রান্তর সংখ্যা। গত কয়েকদিন ধরেই আক্রান্তের হার নিম্নমুখী হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে দেশে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৭৫৭ জন। বুধবার সেখানে আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ৬৫৭ জন।

আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃত্যুর সংখ্যাও। আগের দিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৫১৪ জনের। সেখানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩৮ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে সুস্থ্য হয়ে উঠেছেন ৬৭ হাজার ৫৩৮ জন। ফলে স্বস্তি ফিরছে দেশে। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৯১৮ জন। করোনা আক্রান্তর সংখ্যা কমতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সরকার স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement