দেশের খবর
দেশে অনেকটাই কমল সংক্রমণ, বেড়েছে মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বজুড়ে আতঙ্ক বাড়িয়ে চলেছে করোনা এবং ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছে। বহু মানুষ রোজগার হারিয়েছেন। স্কুলের পড়াশোনা বন্ধ হয়েছে প্রায় দু’ই বছর হয়ে গেল।
কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। জনজীবন স্বাভাবিক হওয়ার পাশাপাশি স্কুল, কলেজ খোলার প্রক্রিয়া শুরু হয়। এরমধ্যে আফ্রিকায় হানা দেয় ওমিক্রন। আফ্রিকা থেকে শুরু করে সারা বিশ্বে ছড়িয়ে পরে এই মারন ভাইরাস। বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। ওমিক্রনের পাশাপাশি বাড়তে থাকে করোনা আক্রান্তর সংখ্যাও। করোনা রোধ করার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা উঠানামা করছে। তবে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন।
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ৮ লক্ষ ৫৮ হাজার ২৪১ জন। সংক্রমণ কমায় কমেছে সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ১৩.৩৯ শতাংশ। শুক্রবার তা ছিল ১৫.৮৮ শতাংশ। তবে সংক্রমণ কমলেও বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৭১ জনের। তবে কেরলে পুরনো ২৫৮ জন মৃতের নাম এই তালিকায় যোগ হওয়ায় মৃত্যুর সংখ্যা এতটা বেড়েছে। দেশে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৯৩ হাজার ১৯৮ জন। দেশে এই মুহূর্তে মোট সক্রিয় রোগী রয়েছেন ২০ লক্ষ ৪ হাজার ৩৩৩ জন। সুস্থতার হার অনেকটাই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ৯৩৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষ ৫৯ হাজার ৪৩৪ জনের। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭২ কোটি ৫৭ লক্ষ ৭৪ হাজার ৭০৫ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৫৬ লক্ষ ৭২ হাজার ৭৬৬ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৬৫ কোটি ৪ লক্ষ ৮৭ হাজার ২৬০ জনের।